Amit Shah On Left Wing Extremism: ২ বছরের মধ্যে দেশ থেকে নির্মূল হবে বামপন্থী চরমপন্থা ও নকশালবাদ, দাবি অমিত শাহের

নকশাল অধ্যুষিত রাজ্যগুলির প্রধান ও সেই সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ উল্লেখ করেন, গত চার দশকের মধ্যে বামপন্থী চরমপন্থা অধ্যুষিত এলাকাগুলিতে ২০২২ সালে সবথেকে কম হিংসা ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

Photo Credits: ANI

নয়াদিল্লি: শুক্রবার বামপন্থী চরমপন্থা (Left wing Extremism) নিয়ে পর্যালোচনা বৈঠকে (review meeting) বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union home minister Amit Shah)। এই বৈঠকের পর তিনি জানালেন আগামী দু বছরের মধ্যে দেশ থেকে বামপন্থী চরমপন্থা ও নকশালবাদ (Naxalism) সম্পূর্ণ রূপে নির্মূল (eliminated) করে ফেলা হবে।

শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে হওয়া এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra chief minister Eknath Shinde), উপমুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়েনবিশ (Deputy CM Devendra Fadnavis), অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ নকশাল অধ্যুষিত সমস্ত রাজ্যের প্রধানরা।

নকশাল অধ্যুষিত রাজ্যগুলির প্রধান ও সেই সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ উল্লেখ করেন, গত চার দশকের মধ্যে বামপন্থী চরমপন্থা অধ্যুষিত এলাকাগুলিতে ২০২২ সালে সবথেকে কম হিংসা ও মৃত্যুর ঘটনা ঘটেছে। আরও পড়ুন: Sikkim Floods: সিকিমে ভয়াবহ পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা, তিস্তায় ভাসছে 'অদ্ভুদ' জিনিস



@endif