Amit Shah On Women’s Empowerment: মহিলাদের উন্নয়ন হল বিজেপি ও প্রধানমন্ত্রীর আদর্শ, লোকসভায় বলললেন অমিত শাহ
বুধবার সংসদের বিশেষ অধিবেশনে মহিলা ক্ষমতায়ান বিল () প্রস্তাবের উত্থাপন করে মহিলাদের উন্নয়ন বিজেপি এ প্রধানমন্ত্রী মোদির আদর্শের বিষয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ) উল্লেখ করেন। এপ্রসঙ্গে বিরোধাীদের তীব্র আত্রমণও করেন তিনি।
নয়াদিল্লি: বুধবার সংসদের বিশেষ অধিবেশনে মহিলা ক্ষমতায়ান বিল (Women’s empowerment Bill) প্রস্তাবের উত্থাপন করে মহিলাদের উন্নয়ন বিজেপি এ প্রধানমন্ত্রী মোদির আদর্শের বিষয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) উল্লেখ করেন। এপ্রসঙ্গে বিরোধাীদের তীব্র আত্রমণও করেন তিনি।
এপ্রসঙ্গে লোকসভায় মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "কিছু রাজনৈতিক দলের কাছে নারীদের উন্নয়নটি (political agenda) রাজনৈতিক হাতিয়ার। (political tool) আর এই রাজনৈতিক হাতিয়ারকে করে নির্বাচনী বৈতরণী পার করে তারা। কিন্তু, বিজেপি (BJP) ও নরেন্দ্র মোদির (Narendra Modi ) কাছে এটা কোনও রাজনৈতিক বিষয় নয়। এটা মহিলা ক্ষমতায়ন বিল (Women's Reservation Bill) করানোর চেষ্টা পাঁচ নম্বর প্রচেষ্টা। দেবগৌড়া জি (Devegowda ji) থেকে মনোমোহন সিং জি (Manmohan Singh ji) পর্যন্ত মোট চারবার তাঁদের সময়কালে বিলটি পাস করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ঠিক কী কারণ তাঁরা বিলটি পাস করাতে পারেননি তার কারণ কী।"
v
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "সোশ্যাল মিডিয়ায় (social media) কিছু লোক বলছেন যে এই বিলটিকে সমর্থন (supported) করা উচিত নয় কারণ এতে ওবিসি (OBC) ও মুসলমানদের ( কোনও সংরক্ষণ নেই। আপনি যদি এই বিল সমর্থন না করেন, তাহলে কি রিজার্ভেশন তাড়াতাড়ি হবে? আপনি যদি এই বিল সমর্থন করেন, তাহলে অন্তত গ্যারান্টি হবে।" আরও পড়ুন: C-295 Transport Aircraft: ভারতে এল বায়ুসেনার প্রথম সি-২৯৫ পরিবহনকারী বিমান