IPL Auction 2025 Live

Sanjay Raut On Maharashtra Political Crisis: মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ খুললেন সঞ্জয় রাউত, ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য

রবিবার মহারাষ্ট্রে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ খুললেন উদ্ধব ঠাকরের নেতৃত্বধানী শিব সেনার নেতা সঞ্জয় রাউত। এনসিপি প্রধান শরদ পাওয়ারের পাশে দাঁড়িয়ে তীব্র আক্রমণ করলেন বিজেপিকে।

Photo Credits: ANI

মুম্বই: রবিবার মহারাষ্ট্রে (Maharashtra) তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা (political crisis) নিয়ে মুখ খুললেন উদ্ধব ঠাকরের নেতৃত্বধানী শিব সেনার নেতা সঞ্জয় রাউত (Shiv Sena (UBT) leader Sanjay Raut)। এনসিপি প্রধান শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) পাশে দাঁড়িয়ে তীব্র আক্রমণ করলেন বিজেপিকে।

এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি সঞ্জয় রাউত বলেন,"এটা বিজেপির (BJP) ষড়যন্ত্র (conspiracy)। তারা অন্য রাজনৈতিক দলগুলিকে (other parties) ভেঙে (breaking) দলত্যাগীদের নিজেদের দলে নিচ্ছে। মহারাষ্ট্রে এটা আপনারা দেখতে পাবেন। যারা প্রচণ্ড পরিমাণে দুর্নীতিগ্রস্ত (corrupt) তারা বিজেপিতে যোগ (joining) দেওয়ার তাদের সৎ ও স্বচ্ছ (clean) হিসেবে ঘোষণা করা হচ্ছে। শরদ পাওয়ার (Sharad Pawar) যা বলেছেন তা দেশেরই অনুভূতি (emotion of the country)।" আরও পড়ুন: Pakistan PUBG Lover: পাকিস্তান থেকে ভারতে আসা পাবজি প্রেমিকা ধর্ম বদলে হিন্দু হলেন

দেখুন ভিডিয়ো: