ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ গরম লোহার রড(Iron Rod) দিয়ে বেধড়ক মারধর(Brutally Assaulted)। গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল লোহার রড। ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন। গ্রেফতার অভিযুক্ত। জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলার আনওয়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা কৈলাস বোরহাদেকে আক্রমণ করে ভগবৎ সুদাম দাউদ নামে এক ব্যক্তি। অভিযোগ, কৈলাসকে বেধড়ক মারধর করা হয়। লোহার রড দিয়ে প্রচণ্ড মারের পর সেই রড ঢুকিয়ে দেওয়া হয় গোপনাঙ্গে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়।

যুবককে মারধর, হেনস্থা, ভাইরাল ভিডিয়ো

পরে ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ভাইরাল হতেই পদক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ। ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে গ্রেফতার করা হয় অভিযুক্ত ভগবৎ সুদাম দাউদকে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। কী কারণে এভাবে কৈলাস বোরহাদের উপর আক্রমণ চালাল সে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে।

 যুবককে বেধড়ক মারধর, গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল লোহার গরম রড, ভাইরাল ভিডিয়ো