তারকা কেন্দ্র- পুরী লোকসভা

জগন্নাথ গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা ছিল বিজেপির। কারণ গতবার যে ছকে গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী-কে উত্তরপ্রদেশে দাঁড় করিয়ে, গোটা অঞ্চলে লাভ তুলেছিল বিজেপি

জগন্নাথ গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা ছিল বিজেপির। কারণ গতবার যে ছকে গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী-কে উত্তরপ্রদেশে দাঁড় করিয়ে, গোটা অঞ্চলে লাভ তুলেছিল বিজেপি, সেই ছকেই পুরী থেকে মোদীকে দাঁড় করিয়ে ওডিশায় পদ্মে পদ্মে ছয়লাপ করতে চেয়েছিল বিজেপি। কিন্তু শেষ অবধি মোদীর পরিবর্তে বিজেপ প্রার্থী করেছে তাদের তারকা মুখপাত্র সম্বিত পাত্রকে। ওডিশায় ক বছর আগেও বিজেপির কার্যত সেভাবে কোনও শক্তিশালী উপস্থিতি ছিল না, কিন্তু এবার নবীন পট্টনায়েককে সরিয়ে পূর্ব ভারতের আরও একটা রাজ্য দখলের আশায় বিজেপি। পুরী আসনে বিজেপি গতবার তৃতীয় স্থানে ছিল। সেখান থেকে এবার বিজেপি জয়ের কাছাকাছি আছে। যদিও এখানে বিজেডি-প্রার্থী সাংসাদ পিনাকী মিশ্র প্রচারে ভাল সাড়া পাচ্ছেন। কংগ্রেস এখানে সেভাবে লড়াইয়ে নেই।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা

সম্বিত পাত্র (বিজেপি)

পিনাকী মিশ্র (বিজেডি)

সত্যপ্রকাশ নায়েক (কংগ্রেস)

২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল

পিনাকী মিশ্র (বিজেডি)- ৫,২৩,১৬১টি ভোট (৫০.৩৩)

সুচেতা মোহান্তি (কংগ্রেস)- ২,৫৯,৮০০টি ভোট (২৫.০০)

অশোক শাহু (বিজেপি)- ২,১৫,৭৬৩টি ভোট (২০.৭৬)

ফলাফল- পিনাকী মিশ্র (বিজেডি) জয়ী ২,৬৩,৩৬১টি ভোটে।

মন্তব্য- এই কেন্দ্রে বিজেপি অঘটন ঘটিয়ে দিতে পারে। যদি সাধারণ অঙ্কের বিচারে কাজটা বেশ কঠিন। প্রচারে এগিয়ে বিজেপি-র সম্বিত পাত্র।



@endif