Governor Changes: দুই রাজ্যে বদলে গেল রাজ্যপাল, ওড়িশার দায়িত্বে রঘুবর দাস ও ত্রিপুরায় ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘোষণা করে খুব খুশি যে ত্রিপুরার রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
বুধবার দুই রাজ্যে নতুন রাজ্যপাল (Governor) নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan) থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘোষণা করে খুব খুশি যে ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব (Governor of Tripura) পাচ্ছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু (Indra Sena Reddy Nallu) ও ওড়িশার দায়িত্ব পাচ্ছেন (Odisha) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Governor) রঘুবর দাস (Raghubar Das)। আরও পড়ুন: Kirti Nagar Fire: দাউদাউ করে জ্বলছে দিল্লির ফার্ণিচারের দোকান, ভয়ানক ভিডিয়ো