PM Road Show In Kolkata: কলকাতার রোড শোয়ে জনতার আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী মোদী, ভালবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে করলেন টুইট (দেখুন সেই পোস্ট)
প্রথমে বাগবাজার থেকে রোড শো শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তা জনিত কারণে শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শোয়ের অনুমতি দেয় পুলিশ। তবে রোড শো শুরুর আগেই বিজেপি কর্মী ও সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় ছিল বিধান সরণিতে।
আগামী ১ জুন শেষ দফার ভোট কলকাতা উত্তর কেন্দ্রে। সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই প্রথমবার কলকাতার বুকে রোড শো করেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে তিনি পৌঁছে গিয়েছিলেন উত্তর কলকাতার বাগবাজারে এক নম্বর উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের বাড়িতে। ‘মায়ের বাড়ি’ পৌঁছে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোও দেন। উপস্থিত সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। মঠের তরফ থেকে প্রধানমন্ত্রীকে প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা দেবীর ছবি এবং নির্মাল্য তুলে দেওয়া হয়। মায়ের বাড়িতে গিয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন প্রধানমন্ত্রী।
প্রথমে বাগবাজার থেকে রোড শো শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তা জনিত কারণে শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শোয়ের অনুমতি দেয় পুলিশ। তবে রোড শো শুরুর আগেই বিজেপি কর্মী ও সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় ছিল বিধান সরণিতে। এরপর যত মোদীর গাড়ি এগিয়েছে তত মানুষের ঢল নেমেছে রাস্তায়। গাড়িতে উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় , দমদম কেন্দ্রের প্রার্থী শীলভদ্র দত্ত ছাড়াও ছিলেন রাজ্য বিজেপির দুই মুখ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। রাস্তা জুড়ে জনতার মোদী মোদী স্লোগান, একবার চোখের দেখা দেখতে আট থেকে আশির উপস্থিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু দেখে নস্টালজিক হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী।
সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে গোটা রোড শো এর টুকরো টুকরো ছবি আর কলকাতার পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট করেন মোদী। তিনি লেখেন-
কলকাতায় উৎসাহ উদ্দীপনা অকল্পনীয়।কলকাতার আবেগ অতুলনীয়।এবং, কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে @BJP4Bengal - এর প্রতি সমর্থনের জোয়ার অভূতপূর্ব।আজকের রোড শো-তে সমর্থন ও উষ্ণ সাহচর্যের জন্য কলকাতার অসাধারণ জনতার সামনে আমি মাথা নত করি। এখানে রইল কয়েকটি ঝলক।
দেখুন সেই টুইট-