INDIA Bloc Meeting: ১৯ ডিসেম্বর দিল্লিতে বসবে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক

৬ ডিসেম্বর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে-এর বাড়িতে ডাকা ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকের খবর পাননি বলে যাননি তৃণমূলের কোনও প্রতিনিধি। অনুপস্থিত ছিলেন অনেকেই। এর জেরে বাতিল হয়ে যায়।

ফাইল ফটো (Photo Credits: IANS)

নয়াদিল্লি: ৬ ডিসেম্বর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে-এর বাড়িতে ডাকা  ইন্ডিয়া জোটের (INDIA bloc) বৈঠক। সেই বৈঠকের খবর পাননি বলে যাননি তৃণমূলের কোনও প্রতিনিধি। অনুপস্থিত ছিলেন অনেকেই। এর জেরে বাতিল হয়ে যায়। এই নিয়ে জল্পনার মাঝেই জানা গেল, আগামী ১৯ ডিসেম্বর দেশের রাজধানী দিল্লিতে (Delhi) হতে চলেছে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক (Next Meeting of INDIA)। আরও পড়ুন : Jasmani Devi: ছেলের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কী বললেন বিষ্ণু দেও সাই-এর মা! দেখুন ভিডিয়ো

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) লেখেন, ইন্ডিয়া জোটের নেতৃত্বের চতুর্থ বৈঠক হতে চলেছে দিল্লিতে মঙ্গলবার ১৯ ডিসেম্বর দুপুর তিনটের সময়।

গত ৬ তারিখ ডাকা বৈঠকে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি জনতা দল ইউনাইটেডের সুপ্রিমো ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জ্বরের জন্য বৈঠকে যেতে পারেননি।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি চাই কাজে অগ্রগতি হোক। খবরে বলা হয়েছে আমি বৈঠকে যেতে চাইনি। এটা পুরো ননসেন্স খবর। ওই সময় আমি জ্বরে পড়েছিলাম। এই অবস্থায় আমার পক্ষে বৈঠকে থাকা কি সম্ভব। জোটের পরবর্তী বৈঠকে ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে।" আরও পড়ুন :Chhattisgarh: আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতেছেন বিজেপি সমর্থকরা, রায়পুরের ভিডিয়ো