নাথুরাম গডসেকে সবচেয়ে বড় দেশপ্রেমী বলায় প্রজ্ঞাকে ক্ষমা চাইতে বলল বিজেপি
ফের বিতর্কে জড়ালেন ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর। শেষ দফা ভোটের আগেই মধ্যেই গান্ধী হত্যাকারী নাথুরাম গডসেকে সবচেয়ে বড় দেশপ্রমিক বলে দাবি করেছেন প্রজ্ঞা।
১৬ মে, ২০১৯: ফের বিতর্কে জড়ালেন ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর (Pragya Sing Thakur)। শেষ দফা ভোটের আগেই মধ্যেই গান্ধী হত্যাকারী নাথুরাম গডসেকে সবচেয়ে বড় দেশপ্রমিক বলে দাবি করেছেন প্রজ্ঞা। দিন কয়েক আগে নাথুরাম গডসেকে স্বাধীন ভারতের প্রথম জঙ্গি বলেছিলেন কমল হাসান। বৃহস্পতিবার তারই পাল্টা জবাবে প্রজ্ঞা বলেছেন, ‘নাথুরাম গডসে(Nathuram Godse) একজন দেশভক্ত ছিলেন, আছেন এবং থাকবেন। যে সব মানুষরা তাঁকে জঙ্গি বলছে তারা সবাই নির্বাচনে উপযুক্ত জবাব পাবে।’
প্রজ্ঞার মন্তব্যের পরেও শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং (Digvijaya Sing) কড়া নিন্দা করে বলেছেন, ‘এজন্য দেশবাসীর কাছে বিবৃতি দিয়ে মোদিজি, অমিতজি এবং রাজ্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত। নাথুরাম গডসে একজন খুনি। তাকে প্রশংসা করা দেশপ্রেম নয়, এক ধরনের পাগলামো।’
বিরোধীদের সমালোচনার মুখে পড়ে বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ড্যামেজ কন্ট্রোলে বলেন জিভিএল নরসিমা রাও। তিনি বলেছেন, প্রজ্ঞার বক্তব্যের সঙ্গে বিজেপি একমত নয়। দল এই মন্তব্যের জন্য প্রজ্ঞাকে জবাবদিহি করতে বলেছে। এমনকী দলের পক্ষ থেকে প্রজ্ঞাকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে।