Sadhvi Niranjan Jyoti On TMC: 'চুরি ধরা পড়ে যাবে বলে ওরা মুখোমুখি বসেনি', ভিডিয়োতে শুনুন তৃণমূলকে কটাক্ষ করে কী বললেন স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি!

মনরেগা-সহ একাধিক সামাজিক প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের। গত ২ ও ৩ অক্টোবর কেন্দ্রীয় এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করতে অভিষের বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এসেছিলেন তৃণমূলের সাংসদ, মন্ত্রী ও কর্মী-সমর্থকরা।

Photo Credits: ANI

নয়াদিল্লি: মনরেগা (MGNREGA)-সহ একাধিক সামাজিক প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার (Union Government) পশ্চিমবঙ্গকে (West Bengal) দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের (TMC)। গত ২ ও ৩ অক্টোবর কেন্দ্রীয় এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করতে অভিষের বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এসেছিলেন তৃণমূলের সাংসদ, মন্ত্রী ও কর্মী-সমর্থকরা। সঙ্গে করে ১০০ দিনের কাজ করেও বকেয়া টাকা পাননি এমন শ্রমিকদেরও বাংলা থেকে বাসে করে দিল্লিতে এনেছিলেন তৃণমূল নেতারা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা।

কিন্তু, তিনি না থাকায় কৃষি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতির (MoS Sadhvi Niranjan Jyoti ) সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন তাঁরা। তৃণমূলের অভিযোগ মন্ত্রী দেখা করার জন্য সময় দিলেও শেষ পর্যন্ত তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা না করেই কৃষিভবন ছাড়েন। এরপরই কৃষি ভবনের ভেতরে অবস্থানে বসা তৃণমূল নেতা-নেত্রীদের জোর করে সেখান থেকে তুলে দেয় দিল্লি পুলিশ। তারপর থেকেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রক ও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল।

শনিবার এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, "আমি বলতে চাই যে সেদিন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার জন্য আড়াই ঘণ্টার উপর অপেক্ষা করে বসেছিলাম আমি (I kept sitting)। আসলে পশ্চিমবঙ্গে (massive loot) মনরেগার কাজে প্রচুর লুট (massive loot) হয়েছে তাই ওরা মুখোমুখি (face to face) বসতে চাইছে না। উল্টে মিথ্যা অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের নামে কুৎসা করতে চাইছে।" আরও পড়ুন: Odisha CM Naveen Patnaik: সিকিমে হড়পা বানে মৃত ভারতীয় সৈনিক সরোজ কুমার দাসকে শেষ শ্রদ্ধা নবীন পট্টনায়েকের, ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now