Kerala: কেরালার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সচিবালয়ে বিক্ষোভ, জলকামান দিয়ে যুব কংগ্রেস কর্মীদের আটকাল পুলিশ
গত কয়েক সপ্তাহ ধরে বিধায়ক পিভি আনোয়ার এবং মালাপ্পুরম জেলা পুলিশ প্রধান এস শসিধরনের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়েছেন।এমনকি কম্পাউন্ড থেকে গাছ কাটার ব্যাখ্যা চেয়ে অফিসারের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ করেছেন। কিন্তু গত ৩০ অগস্ট পাথানামথিট্টার এসপি সুজিত দাস এবং বিধায়কের মধ্যে ফোনালাপ মিডিয়াতে ফাঁস হয়ে যায়। সেখানে এডিজিপি অজিত কুমারের বিরুদ্ধে মারাত্বক সব অভিযোগ আনেন তিনি। যার মধ্যে সোনা পাচার থেকে , খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার মত অভিযোগও রয়েছে। এরপর গত সোমবার ২ সেপ্টেম্বর কেরালা পুলিশ অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিযোগের তদন্তের ঘোষণা দেন। মুখ্যমন্ত্রীর অধীনে স্বরাষ্ট্র দফতর সুজিত দাসকে পাথানামথিট্টার এসপি পদ থেকে অপসারণ করে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গঠন করে।
আজ তিরুবনন্তপুরমে বাম-সমর্থিত কেরালার বিধায়ক পিভি আনোয়ারের উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করে যুব কংগ্রেস কর্মীরা। কেরল সচিবালয়ের দিকে মিছিল করে এগিয়ে আসা যুব কংগ্রেসের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে।
দেখুন সেই ছবি-