Pinarayi Vijayan On Kalamassery Blast: বিস্ফোরণের জের, সোমবার সকাল ১০টায় সর্বদলীয় বৈঠকের ডাক পিনারাই বিজয়নের
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়, আগামীকাল বিস্ফোরণের ঘটনা নিয়ে আলোচনা করার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
তিরুবন্তপুরম: কেরলের (Kerala) কালামাসেরি (Kalamassery) এলাকায় একটি জায়গায় প্রার্থনা চলার সময় বিস্ফোরণের (blast) ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জখম হয়েছেন বহু। গোটা ঘটনার তদন্ত করতে এনে পড়েছে এনআইএ ও এনএসজি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Kerala Chief Minister Pinarayi Vijayan) সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এরপরই রবিবার দুপুরে দিল্লির কেরল হাউস (Kerala House) থেকে রাজ্যে ফেরার বিমান ধরতে বেরিয়ে পড়েন পিনারাই বিজয়ন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরের (CMO) তরফে জানিয়ে দেওয়া হয়, আগামীকাল বিস্ফোরণের ঘটনা (Kalamassery blast) নিয়ে আলোচনা করার জন্য সর্বদলীয় বৈঠকের (all-party meeting) ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আগামীকাল সকাল ১০টার সময় সচিবালয়ে থাকা মুখ্যমন্ত্রীর কনফারেন্স হলে (Chief Minister's Conference Hall) এই বৈঠকটি হবে। আরও পড়ুন: PM SVANidhi Scheme: প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় আসছে প্রায় ১ কোটি ফুটপাথ বিক্রেতা,ক্ষুদ্র বিক্রেতাদের আহ্বান কেন্দ্রের (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো: