Farooq Abdullah To Be Released From House Arrest: ৭ মাস পর ঘুচল গৃহবন্দি দশা, মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা

সাতমাস পরে অবশেষে এল সেই দিন, বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। ফারুক আবদুল্লাকে (Farooq Abdullah to be Released From House Arrest) গৃহবন্দি থাকা নিয়ে সংসদে কম হট্টগোল হয়নি। শীতকালীন অধিবেশনে লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ভরা সংসদে বলেছিলেন, “ফারুক আবদুল্লা কোথায়? উনি সাংসদ। উনি সভায় নেই কেন?” এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বহু বিদেশি প্রতিনিধি কাশ্মীরে গিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, দেশে এমন গণতন্ত্র কায়েম করে রাখা হয়েছে যে, বিদেশিরা এসে সেখানে ঘুরতে পারেন অথচ দেশের সাংসদকে গৃহবন্দি করে রাখা হয়।

ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা (Photo Credits: ANI)

শ্রীনগর, ১৩ মার্চ: সাতমাস পরে অবশেষে এল সেই দিন, বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। ফারুক আবদুল্লাকে (Farooq Abdullah to be Released From House Arrest) গৃহবন্দি থাকা নিয়ে সংসদে কম হট্টগোল হয়নি। শীতকালীন অধিবেশনে লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ভরা সংসদে বলেছিলেন, “ফারুক আবদুল্লা কোথায়? উনি সাংসদ। উনি সভায় নেই কেন?” এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বহু বিদেশি প্রতিনিধি কাশ্মীরে গিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, দেশে এমন গণতন্ত্র কায়েম করে রাখা হয়েছে যে, বিদেশিরা এসে সেখানে ঘুরতে পারেন অথচ দেশের সাংসদকে গৃহবন্দি করে রাখা হয়।

যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়ে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কাশ্মীরের সব নেতাকে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। পরিস্থিতিও স্বাভাবিক বলে দাবি করেছিলেন শাহ। এর আগে গত ডিসেম্বর মাস থেকে স্থানীয় নেতাদের মুক্তি দেওয়া শুরু করেছিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। এদিন মুক্তি দেওয়া হল বর্ষীয়ান ফারুক আবদুল্লাকে। জানুয়ারির গোড়াতে ওমর আবদুল্লার গালভরা দাড়ির ছবি প্রকাশ্যে আসতেই দুঃখপ্রকাশ করেছিলেন মমতা ব্যানার্জি। আজ ফারুক আবদুল্লার মুক্তির পরেই আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতির মুক্তি চেয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আরও পড়ুন-Coronavirus In China: করোনাভাইরাসের নেপথ্যে মার্কিন মুলুক? মধ্যরাতে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের চাঞ্চল্যকর টুইট

এদিন মেয়ে সফিয়া আবদুল্লা খান প্রথম টুইট করে বাবা ফারুক আবদুল্লরা মুক্তির খবর জানান। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। পাশাপাশি জম্মু-কাশ্মীরের থেকে লাদাখকে আলাদা করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। তারপরই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয় জম্মু-কাশ্মীরে। গণ নিরাপত্তা আইনে বন্দি করা হয় ফারুক আবদুল্লা-সহ একাধিক নেতাকে। এই তালিকায় রয়েছেন তাঁর ছেলে ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।