Monsoon Session Of Parliament: জুলাইয়ের ২০ তারিখ থেকে শুরু সংসদের বর্ষাকালীন অধিবেশন, আলোচনার বিষয় নিয়ে উৎসাহ তুঙ্গে!

জুলাইয়ের ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। শনিবার মাসের প্রথম দিনেই একথা টুইট করে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্লাদ যোশী। আগামী ১১ আগস্ট পর্যন্ত এই অধিবেশন চলবে বলেও জানিয়েছেন তিনি।

(Photo Credit: ANI)

নয়াদিল্লি: জুলাইয়ের ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন (Monsoon Session of Parliament)। শনিবার মাসের প্রথম দিনেই একথা টুইট করে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্লাদ যোশী (Parliamentary Affairs Minister Pralhad Joshi)। আগামী ১১ আগস্ট পর্যন্ত এই অধিবেশন চলবে বলেও জানিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, "সংসদের ২০২৩ সালের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে আগামী ২০ জুলাই থেকে আর চলবে আগস্টের ১১ তারিখ পর্যন্ত। সমস্ত রাজনৈতিক দলকে (all parties) অনুরোধ করা হচ্ছে বর্ষাকালীন এই অধিবেশনে সংসদীয় বিষয়ক (Legislative business) ও অন্যান্য বিষয়ে ইতিবাচক আলোচনা (productive discussions) করার জন্য। ২৩ দিনের অধিবেশনে মোট ১৭টি সিটিং (sittings) থাকবে।"

গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন বর্ষাকালীন অধিবেশনের মধ্যে দিয়ে তার পথ চলা শুরু হবে। আশা করা হচ্ছে সরকারের তরফে তাৎপর্যপূর্ণ কিছু সংসদীয় ও আইনগত বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে এই অধিবেশনে। বিরোধীদের তরফেও ঐক্যবদ্ধ হয়ে সরকারের উপর প্রভাব বিস্তার করে একাধিক বিষয়ে আলোচনা করার জন্য চাপ দেওয়া হবে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যেভাবে বর্ষাকালীন অধিবেশনের আগে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর বিষয়ে জুন মাস ধরে সমীক্ষা চালানো হয়েছে। তাতে মনে করা হচ্ছে, এই অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়ে প্রস্তাব আনা হবে সংসদে। যা নিয়ে বিরোধীদের মধ্যে এখনও পর্যন্ত মতানৈক্য রয়েছে। আরও পড়ুন: Teesta Setalvad: গুজরাট দাঙ্গায় মোদীকে নিয়ে মিথ্যা অভিযোগ মামলায় তিস্তা সেতলবাদকে আত্মসমপর্ণের নির্দেশ



@endif