Adhir Chowdhury On Suspension: 'প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্টে যাব', ভিডিয়োতে দেখুন সাসপেনশন নিয়ে আরও কী বললেন অধীর

প্রয়োজন পড়লে লোকসভা থেকে বরখাস্ত হওয়ার বিষয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে একথাই জানান তিনি।

Photo Credits: ANI

নয়াদিল্লি: প্রয়োজন পড়লে লোকসভা থেকে বরখাস্ত হওয়ার বিষয়ে সু্প্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হবেন বলে জানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শনিবার নয়াদিল্লিতে (New Delhi) সাংবাদিক বৈঠক করে একথাই জানান তিনি।

লোকসভা থেকে বরখাস্ত (Suspension from Lok Sabha)হওয়ার বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Congress leader Adhir Ranjan Chowdhury) বলেন, "এটা একটা নতুন ঘটনা (new phenomenon) যা আগে কোনওদিন আমরা সংসদে (Parliament) আমাদের কর্মজীবনে (career) দেখিনি। বিরোধীদের (opposition) কণ্ঠস্বর রোধ (throttle the voice) করতে ক্ষমতাসীন দলের (ruling party) এটা পরিকল্পিত একটা নকশা (deliberate design)। এর ফলে সংসদীয় গণতন্ত্রের (Parliamentary democracy) চেতনা (spirit) ক্ষতিগ্রস্ত হবে। আমাকে বরখাস্ত করার বিষয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি সুপ্রিম কোর্টে যাব।" আরও পড়ুন: Heart Attack Death in Telangana: নবীনবরণ অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদরোগ, অকালমৃত্যু কলেজ পড়ুয়ার

দেখুন ভিডিয়ো:

লোকসভায় অনাস্থা প্রস্তাব বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ধৃতরাষ্ট্র ও নীরব মোদির সঙ্গে তুলনা করেছিলেন। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল সংসদে। এরপরই অধীর চৌধুরীকে অসদাচরণের (misconduct) জন্য লোকসভা থেকে বরখাস্ত করার বিষয়ে প্রস্তাব আনেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তার ভিত্তিতেই বরখাস্ত করা হয় বহরমপুরের কংগ্রেস সাংসদকে।