Sharmistha Mukherjee On Pranab Mukherjee: সোনিয়া ও রাহুল গান্ধীর জন্য প্রধানমন্ত্রী হতে পারেননি প্রণব মুখোপাধ্যায়! ভিডিয়োতে শুনুন প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ের বিস্ফোরক অভিযোগ
গান্ধী পরিবারের বিরুদ্ধে বুধবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে ও লেখিকা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
গুরুগ্রাম: গান্ধী পরিবারের বিরুদ্ধে বুধবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Former President Pranab Mukherjee) মেয়ে ও লেখিকা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Former President's Daughter Sharmistha Mukherjee)। সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীর (Rahul Gandhi) জন্য তাঁর বাবা প্রধানমন্ত্রী (Prime Minister) হতে পারেননি বলেই জানিয়ে দিলেন তিনি।
গুরুগ্রামে এএনআই সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। প্রণব-কন্যাকে প্রশ্ন করা হয় তাঁর বাবা কি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? এর উত্তরে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, "হ্যাঁ, তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু জানতেন যে তিনি এক নম্বর হতে পারবেন না। তাই তিনি কোনও দিন প্রধানমন্ত্রী হবেন এমন মোহগ্রস্ত (disillusionment) ছিলেন না। আমি তাঁকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না। তিনি বলেন, হ্যাঁ, যে কোনও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এক নম্বর হতে চান। কিন্তু তার মানে এই নয় যে আমি প্রধানমন্ত্রী হব। তিনি বলেছিলেন যে হয়তো সোনিয়া গান্ধী ধরে নিয়েছিলেন যে তিনি সোনিয়া গান্ধীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি বলেছিলেন, প্রশ্নটি এই নয় যে আমি তাঁকে চ্যালেঞ্জ করতাম বা না করতাম। তবে তাঁর মনে হয়েছিল সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। তাই সোনিয়া গান্ধী তাঁর নিজের এবং তাঁর পরিবারের স্বার্থ রক্ষা করতে এমন একজনকে প্রধানমন্ত্রী করেছিলেন যিনি তাঁর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবেন না বলেই ওনারা মনে করেছিলেন।" আরও পড়ুন: Muslim Girls Are Forced Into Marriage With Hindus: মুসলিম মেয়েদের জোর করে হিন্দুদের সঙ্গে বিয়ে দিচ্ছে সিপিএম! অভিযোগ সুন্নি যুব সংগঠনের
এই বিষয়ে কথা বলতে গিয়ে রাহুল গান্ধীর প্রসঙ্গও উত্থাপন করেন প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে ও একদা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা। বলেন, "একদিন সকালে রাহুল গান্ধী ওনার (প্রণব মুখোপাধ্যায়) সঙ্গে দেখা করতে এসেছিলেন। আসলে রাহুলের সন্ধ্যায় ওনার সঙ্গে দেখা করার কথা ছিল। আমি যখন আমার বাবার কাছে এই কথাটু উল্লেখ করি, তখন তিনি ব্যঙ্গ করে মন্তব্য করেছিলেন যে যদি রাহুলের অফিস সকাল এবং বিকেলের মধ্যে পার্থক্য বুঝতে না পারে, তাহলে ওরা কীভাবে একদিন প্রধানমন্ত্রীর দফতর (PMO) চালানোর আশা করে।" আরও পড়ুন: Karni Sena Protest In Jaipur: কর্নি সেনার বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ রাজস্থান পুলিশের, জয়পুরের ভিডিয়ো