Rajasthan Assembly poll 2023: বদলে গেল রাজস্থান বিধানসভা নির্বাচনের তারিখ, কেন জানেন?
২৩ নভেম্বর একদফায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল রাজস্থানে। কিন্তু, বুধবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হল ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তরফে।
জয়পুর: ২৩ নভেম্বর একদফায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল রাজস্থানে (Rajasthan Assembly poll 2023)। কিন্তু, বুধবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হল ভারতের জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে। ২৩ নভেম্বরের পরিবর্তে ভোটগ্রহণ (Assembly poll) হবে ২৫ নভেম্বর। তবে ফলাফল (Counting of votes) ঘোষণা হবে সেই ৩ ডিসেম্বরই।
নির্বাচনের দিন পরিবর্তনের কারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ নভেম্বর রাজস্থানে প্রচুর বিয়ে (large scale wedding) এবং এই সংক্রান্ত সামাজিক অনুষ্ঠান (social engagement) রয়েছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে দিন পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল। না হলে প্রচুর মানুষের সমস্যা, যানবাহনের সমস্যা (logistic issues) এবং ভোটদাতাদের সংখ্যা কম (reduced voters participation) হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এরপরই সবদিক বিবেচনা করে বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তন (changes) করার সিদ্ধান্ত নেয় কমিশন। আরও পড়ুন: Udhampur Accident: জম্মু ও কাশ্মীরের উধমপুরে খাদে স্কুলবাস পড়ে জখম ৭ পড়ুয়া, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো