Meghalaya Assembly Elections 2023: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, NPP ও UDP-কে শোকজ করল কমিশন

শনিবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে ন্যাশনাল পিপলস পার্টি ও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টিকে শোকজ নোটিস পাঠাল ভারতের নির্বাচন কমিশন।

Photo Credits: Twitter

শিলং: আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার নির্বাচন (Meghalaya Assembly Elections 2023) হওয়ার কথা। ভোট গণনা হবে আগামী ২ তারিখ। তার আগে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। এর মাঝেই শনিবার নির্বাচনী বিধি ভঙ্গের (Model Code Violation) অভিযোগে ন্যাশনাল পিপলস পার্টি (National People's Party) ও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টিকে (United Democratic Party) শোকজ নোটিস (Show Cause Notice) পাঠাল ভারতের নির্বাচন কমিশন (Election Commission Of India)।

এপ্রসঙ্গে মেঘালয়ের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) এফআর খারকোনগর জানান, পশ্চিম শিলংয়ের (West Shillong) ন্যাশনাল পিপলস পার্টি ও ইউনাই়টেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা ভোটারদের মধ্যে প্রেসার কুকার (Pressure cookers) ও কাঁচের বাসনের সেট (bowl sets) বিলি করার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পরেই নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে দুটি দলকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। সেখানে তাদের এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে।  পশ্চিম শিলং বিধানসভার রিটার্নিং অফিসার শোকজ নোটিস পাঠিয়েছেন দুটি দলের সাধারণ সম্পাদককে।

সূত্রের খবর, গত ২৮ ও ৩০ জানুয়ারি ন্যাশনাল পিপিলস পার্টির প্রার্থী মহীন্দ্র রাপস্যাঙ্গ (Mohindro Rapsang) ও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী পল লিংডো (Paul Lyngdoh) পশ্চিম শিলং বিধানসভা এলাকায় প্রেসার কুকার ও বিদেশি কাঁচের বাসনের সেট দেন বলে অভিযোগ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now