Ghulam Nabi Azad On Uniform Civil Code: ৩৭০ ধারা অবলুপ্তের মতো সোজা হবে না অভিন্ন দেওয়ানি বিধি চালু করা, ভিডিয়োতে দেখুন কেন্দ্রকে কী পরামর্শ দিলেন গুলাম নবি আজাদ

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্ত করা যতটা সোজা হয়েছে ততটা সোজা হবে না ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। শনিবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিই করলেন ডেমোক্রাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রধান গুলাম নবি আজাদ।

Photo Credits: ANI

শ্রীনগর: জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) থেকে ৩৭০ ধারা (article 370) অবলুপ্ত (abrogation) করা যতটা সোজা হয়েছে ততটা সোজা হবে না ভারতে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করা। শনিবার শ্রীনগরে (Srinagar) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিই করলেন ডেমোক্রাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রধান গুলাম নবি আজাদ (Democratic Progressive Azad Party chief Ghulam Nabi Azad)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "দেশজুড়ে অভিন্ন দেওয়ানি চালু করা খুবই কঠিন। ৩৭০ ধারা খারিজ করা যতটা সোজা ছিল এটা ততটা সহজ নয়। এখানে সমস্ত ধর্মের (religions) বিষয় আসবে, শুধু মুসলিম (Muslims) নয়। ভারতে শিখ (Sikhs), খ্রিশ্চান (Christians), উপজাতি (tribals), জৈন (Jains) ও পার্সিরা (Parsis) রয়েছেন। একসঙ্গে অনেকগুলো ধর্মের মানুষকে একই সময়ে রাগিয়ে (angering) দেওয়া কোনও সরকারের জন্যই ঠিক নয়। এই সরকারকে আমার পরামর্শ (advice) হল, তারা যেন এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা চিন্তাও না করে।"

জুন মাসের এক তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিগত স্তর থেকে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার বিষয়ে মতামত সংগ্রহ করছিল আইন কমিশন। তখনই জল্পনা শুরু হয় যে সংসদের বর্ষাকালীন অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। কয়েকদিন আগে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রল্লাদ যোশী আগামী ২০ জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে জানানোর পর থেকে এই জল্পনা আরও তীব্র হয়েছে। যদি অভিজ্ঞ মহলের মতে, বর্ষাকালীন অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করা হলেও এবার এটা পাশ করানোর উপরে খুব একটা জোর দেবে না কেন্দ্রীয় সরকার। কারণ লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় নেই। তাই নভেম্বর বা ডিসেম্বরে চার রাজ্যের বিধানসভা ভোট মিটলে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলেই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল সংসদের দুই কক্ষে পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র।