Lok sabha elections 2019:কেন তৃণমূলে যোগ দিলেন জ্যোতির্ময়ী শিকদার?‌

দলবদলের হিড়িকে গা ভাসালেন সিপিএমের জ্যোতির্ময়ী শিকদারও( Joytirmoyee Shikdar)। ব্যাঙ্কক এশিয়াডে জোড়া সোনাজয়ী অ্যাথলেট জ্যোতির্ময়ী তৃণমূলে যোগ দেন নিউটাউনে(Newtown) মমতার প্রচারমঞ্চে।

সিপিএমের পতাকা( credit-IANS)

৭ মে,২০১৯: দলবদলের হিড়িকে গা ভাসালেন সিপিএমের জ্যোতির্ময়ী শিকদারও( Joytirmoyee Shikdar)। ব্যাঙ্কক এশিয়াডে জোড়া সোনাজয়ী অ্যাথলেট জ্যোতির্ময়ী তৃণমূলে যোগ দেন নিউটাউনে(Newtown) মমতার প্রচারমঞ্চে। বারাবরই সিপিএম মনস্ক এই ক্রীড়াবিদের এই দল বদলে চমকে গিয়েছেন অনেকেই। কারণ ২০০৪ সালে লোকসভা ভোটে জ্যোতির্ময়ীকে প্রার্থী হিসেবে অনিল বিশ্বাস (Anil Biswas)বাছাই করেছিলেন সুভাষ চক্রবর্তীর (Subhash Chakraborty)সুপারিশে। জ্যোতির্ময়ী সে সঠিক পছন্দ ছিল সেটা সেবছরই প্রমাণ হয়ে যায়। কৃষ্ণনগরে (Krisnanagar)সিপিএমের প্রবল গোষ্ঠী কোন্দলের মধ্যেও বিপুল ভোটে জয়ী হন জ্যোতির্ময়ী শিকদার।

এরপর ২০১৬-র বিধানসভা ভোটেও সোনারপুর উত্তর কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু সেসময় তার ভাগ্য সহায় হয়নি। জ্যোতির্ময়ী তাস কাজ করেনি সিপিএমের (CPM)। হারতে হয়েছিল তাঁকে। কিন্তু তিনি যে তৃণমূলে (TMC) যাবেন একথা অনেকেই কল্পনা করে উঠতে পারেননি। কারণ নির্বাচনে হারলেও বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata )বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছেন তিনি।

মনে করা হচ্ছে রাজনৈতিক গুরুত্ব হারিয়ে যাচ্ছে মনে করেই জ্যোতির্ময়ী শাসক দলে নাম লেখালেন। কিন্তু তাতে কী খুব সুবিধা করে উঠতে পারবেন তিনি। কারণ তাঁকে কী পদ দেওয়া হবে এই নিয়ে এখনও কোনও নিশ্চিত সিদ্ধান্ত নেয়নি তৃণমূল কংগ্রেস