Andhra Pradesh CM Meets PM: চন্দ্রবাবুর এনডিএ-তে যোগের জল্পনার মাঝে মোদীর পাশে মুখ্যমন্ত্রী জগন

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এনডিএ (NDA)-তে যোগের জল্পনার মাঝে মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন।

Andhra Pradesh CM Meets PM (Photo Credit: X)

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (Former Chief Minister N Chandrababu Naidu) এনডিএ (NDA)-তে যোগের জল্পনার মাঝে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Chief Minister Jagan Mohan Reddy) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করলেন। শুক্রবার সংসদে জগনমোহন রেড্ডি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন। সূত্রে খবর, রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তবে গতকালের সমীক্ষায় উঠে এসেছে, জগনমোহন এবার অন্ধ্রে ক্লিন সুইপ করবে। এরই মধ্যে জগনমোহন আজ সংসদে মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিরোধী মহলে  জল্পনার ঝড় উঠতে শুরু করেছে।

দেখুন 

 

উল্লেখ্য, প্রায় ছ’বছর পরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে ফিরতে চলেছে। গত বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেরে পর তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু নিজেই জানিয়ে দেন এনডিএ-তে যোগ দিচ্ছে টিডিপি। আগামী এপ্রিল-মে মাসে লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।