Assam-Meghalaya Border Dispute: মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে সীমান্ত নিয়ে কী হল আলোচনা! ভিডিয়োতে শুনুন হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য

শনিবার ফের একবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছটি এলাকাকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই বিবাদ মেটানোর বিষয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি।

Photo Credits: ANI

গুয়াহাটি: শনিবার ফের একবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার (Meghalaya CM Conrad Sangma) সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma)। ছটি এলাকাকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই বিবাদ মেটানোর বিষয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি।

এপ্রসঙ্গে বলেন, "অসম-মেঘালয় সীমান্ত সমস্যা (Assam-Meghalaya border dispute) নিয়ে আলোচনার জন্য ফের আজকে বৈঠক করা হয়েছে। আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ  (very cordial)ছিল এবং আমরা আজ কিছু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত (very important decisions) নিতে সক্ষম হয়েছি। দুটি রাজ্যের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে উভয়পক্ষের সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা মুকরো গুলি চালনার ঘটনার (Mukroh firing incident) তদন্তের জন্য তৈরি অসম ও মেঘালয় বিচারবিভাগীয় কমিশনগুলি (Judicial Commission) বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। এবার আমরা দুই রাজ্য সরকারই সিবিআইকে (CBI) এই ঘটনার তদন্ত করার জন্য অনুরোধ করব। পাশাপাশি আমরা তাদের অনুরোধ করব গুয়াহাটি (Guwahati) বা শিলংয়ে (Shillong) মামলা দায়ের না করে কোনও নিরপেক্ষ জায়গা থেকে করতে। যাতে কেন্দ্রীয় সরকারি সংস্থার তদন্তে কোনও অসুবিধা না হয়।" আরও পড়ুন: Goods Train Derailed: মহারাষ্ট্রে লাইনচ্যুত মালগাড়ির ব্রেকভ্যান-সহ পাঁচটি বগি

দেখুন ভিডিয়ো:



@endif