IPL Auction 2025 Live

FIR Against Digvijaya Singh: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

লকডাউন উঠতে না উঠতেই দেশজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এহেন পরিস্থিতির বিরোধিতায় পথে নেমে বিক্ষোভ দেখালো মধ্যপ্রদেশের কংগ্রেস। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গত বুধবার সাইকেল ব়্যালি করে কংগ্রেস। দিগ্বিজয় সিং-সহ (Digvijaya Singh) কংগ্রেসের প্রথম সারির নেতাদের পাশাপাশি সেই বিক্ষোভ মিছিলে ছিলেন দলের কর্মী সমর্থকরাও। এরপরই দিগ্বিজয় সিং-সহ মোট ১৫০ জন কংগ্রেসের নেতা কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ৩৪১, ১৮৮, ১৪৩, ২৬৯, ২৭০ ধারায় এফআইআর দায়ের হয়েছে। এর আগে ফেক ভিডিও শেয়ারের অভিযোগে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দিগ্বিজয় সিং। ভিডিওটি ২০১৯-এর লোকসভা ভোটে রাহুল গান্ধীর প্রচার।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ(Photo Credits: ANI)

মধ্যপ্রদেশ, ২৫ জুন: লকডাউন উঠতে না উঠতেই দেশজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এহেন পরিস্থিতির বিরোধিতায় পথে নেমে বিক্ষোভ দেখালো মধ্যপ্রদেশের কংগ্রেস। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গত বুধবার সাইকেল ব়্যালি করে কংগ্রেস। দিগ্বিজয় সিং-সহ (Digvijaya Singh) কংগ্রেসের প্রথম সারির নেতাদের পাশাপাশি সেই বিক্ষোভ মিছিলে ছিলেন দলের কর্মী সমর্থকরাও। এরপরই দিগ্বিজয় সিং-সহ মোট ১৫০ জন কংগ্রেসের নেতা কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ৩৪১, ১৮৮, ১৪৩, ২৬৯, ২৭০ ধারায় এফআইআর দায়ের হয়েছে। এর আগে ফেক ভিডিও শেয়ারের অভিযোগে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দিগ্বিজয় সিং। ভিডিওটি ২০১৯-এর লোকসভা ভোটে রাহুল গান্ধীর প্রচার। আরও পড়ুন-West Bengal Extends Lockdown Till July 31: কয়েকটি ছাড় দিয়ে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

এর আগেও রয়েছে ঘটনা। মধ্যপ্রদেশে কমলনাথ সরকার থাকাকালীন শিবরাজ সিং চৌহান রাজ্যে মদের পলিসি নিয়ে একটা বিবৃতি দেন। সেই ভিডিও ক্লিপ এডিট করে প্রকাশ্যে আনে বর্তমান বিরোধীদল কংগ্রেস। এই ঘটনার পরেই দিগ্বিজয় সিং ও ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। গত কয়েক সপ্তাহের প্রায় প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের দাম। এখন এমন এক পরিস্থিতিতে এসেছে যে জ্বালানি তেলের দাম সীমা ছাড়িয়ে গিয়েছে, ভারতে যা আগে কখনও হয়নি। ডিজেলের দাম লিটারে ১০ টাকা ৪৮ পয়সা বেড়েছে। পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা করে। সবমিলিয়ে দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৮০ টাকা ২ পয়সা। আর পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে ৭৯ টাকা ৯২ পয়সা।