Asaduddin Owaisi Attacks Devendra Fadnavis: গডসে ও আপ্তের সন্তান কে? ঔরঙ্গজেবের সন্তান বিতর্কে দেবেন্দ্র ফড়নবিশকে কটাক্ষ আসাদউদ্দিন ওয়াইসির
মহারাষ্ট্রের কোলাপুরে মোগল সম্রাট ঔরঙ্গজেব ও টিপু সুলতানকে নিয়ে বির্তকিত সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ও বিতর্ক দেখা দিয়েছে। ঘটেছে হিংসার ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষের সঙ্গে বারবার বৈঠক করছেন প্রশাসনিক আধিকারিকরা।
হায়দরাবাদ: মহারাষ্ট্রের (Maharastra) কোলাপুরে (Kolhapur) মোগল সম্রাট ঔরঙ্গজেব (Aurangazeb) ও টিপু সুলতানকে (Tipu Sultan) নিয়ে বির্তকিত সোশ্যাল মিডিয়া পোস্টকে (Objectionable Social media posts) কেন্দ্র করে প্রবল উত্তেজনা ও বিতর্ক (controversy) দেখা দিয়েছে। ঘটেছে হিংসার ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষের সঙ্গে বারবার বৈঠক করছেন প্রশাসনিক আধিকারিকরা। এর মাঝেই এই গণ্ডগোল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গণ্ডগোল সৃষ্টিকারীদের ঔরঙ্গজেবের সন্তান (Aurangzeb ki aulaad) বলে কটাক্ষ করেছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়েনবিশ (Maharashtra's Deputy chief minister Devendra Fadnavis)।
শুক্রবার তারই জবাব দিতে গিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহদুল মুসিলমিন (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান (chief) ও হায়দরাবাদের সাংসদ (Hyderabad) আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়েনবিশকে তীব্র আক্রমণ করেন। কটাক্ষ করে বলেন, "নাথুরাম গডসে (Nathuram Godse) ও ভামান শিবরাম আপ্তে (Vaman Shivram Apte)-র সন্তান করা সেটা তারা জানেন।"
গত বুধবার দেবেন্দ্র ফড়েনবিশ বলেন, "আচমকা মহারাষ্ট্রের কিছু জেলায় ঔরঙ্গজেবের সন্তানরা জন্মগ্রহণ করেছেন। আর তারা ঔরঙ্গজেবের ঐতিহ্য বজায় রেখে নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করছে। এর ফলে ওই জায়গাগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর ফলে এই প্রশ্নই উঠে আসছে যে ঔরঙ্গজেবের এই সন্তানরা কোথা থেকে এল? কারা এর পিছনে রয়েছে? আমরা তাদের খুঁজে বের করব।"
এর জবাব বৃহস্পতিবার হায়দরাবাদে আয়োজিত একটি দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, "মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়েনবিশ বলছেন ঔরঙ্গজেবের সন্তান। আপনি কি সবকিছু জানেন? আমি জানতাম না যে আপনি (ফড়েনবিশ) এই ধরনের একজন বিশেষজ্ঞ। তাহলে নিশ্চয় আপনি গডসে ও আপ্তের সন্তানরা কে তাও জানেন। তারা কে?"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)