Delhi AAP Candidate List: দিল্লির ৭০ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা আপের, কেজরিওয়াল দাঁড়াচ্ছেন নয়া দিল্লি থেকেই, লড়ছেন জেলে যাওয়া সত্যেন্দ্র জৈনও

আগামী বছরের গোড়ায় হতে চলা দিল্লি বিধানসভা নির্বাচনে সব কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল আম আদমি পার্টি। শনিবার তৃতীয় তথা শেষ দফায় ৩৮টি আসনে প্রার্থীদের নাম জানাল অরবিন্দ কেজরিওয়ালের দল।

Arvind Kejriwal (Photo Credit: ANI/X)

নয়া দিল্লি, ১৫ ডিসেম্বর: Delhi Assembly Elections 2024: আগামী বছরের গোড়ায় হতে চলা দিল্লি বিধানসভা নির্বাচনে সব কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। শনিবার তৃতীয় তথা শেষ দফায় ৩৮টি আসনে প্রার্থীদের নাম জানাল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। সেই সঙ্গে ঠিক হয়ে গেল দিল্লি বিধানসভার ৭০টি আসনে কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আপের ঝাড়ু চিহ্নে কারা লড়বেন। আপের তৃতীয় তথা শেষ দফার প্রার্থী তালিকায় থাকল দলের প্রধান কেজরিওয়াল,  দিল্লির মুখ্যমন্ত্রী  আতিশী , হেভিওয়েট নেতা-মন্ত্রী গোপাল রাই, স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ ও দুর্নীতি কাণ্ডে দীর্ঘ দিন ধরে জেলে থাকার পর সম্প্রতি জামিন পাওয়া রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন-র নাম।

কেজরিওয়াল এবারও তাঁর গড় হিসেবে পরিচিত নয়া দিল্লি বিধানসভা আসন থেকেই লড়বেন।  কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মুখ্যমন্ত্রী হওয়া আতিশী লড়ছেন কালকাজি থেকেই। ১৫ জন বিধায়ককে বাদ দিয়ে, কংগ্রেস-বিজেপি থেকে আসা পাঁচজন বিধায়ক বা প্রাক্তন জনপ্রতিনিধিদের নিয়ে তৈরি হল আপের প্রার্থী তালিকা। গতবার কেজরির দল ৭০টির মধ্যে ৬২ ও ২০১৫ বিধানসভায় ৬৭টি আসনে জিতে বিজেপিকে ধরাশায়ী করে অনায়াসে ক্ষমতায় এসেছিল। জেল খেটে জামিনের পর মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগের পর কেজরিওয়ালের কাছে দিল্লির বিধানসভা নির্বাচন এবার অগ্নিপরীক্ষার।

২০১৩ বিধানসভা নির্বাচনে নয়া দিল্লি আসনে তৎকালীন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে ভোটের ময়দানে কেজরিওয়ালের চমকপ্রদ অভিষেক হয়েছিল। এরপর দুবার এই আসন থেকে অনায়াসে জেতেন কেজরি। এবার কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও কেজরির বিরুদ্ধে পদ্মপ্রার্থী হতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভর্মার ছেলে পারবেশ ভর্মা।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই লড়ছেন বাবরপুর থেকে। দিল্লির বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সৌরভ গ্রেটার কৈলাশ ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন শাকুর বস্তি থেকে দাঁড়ালেন। তবে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া কেন্দ্র বদল করে এবার লড়ছেন জাঙ্গপুরা থেকে। সিসোদিয়ার পুরো কেন্দ্র পাতপরগঞ্জ থেকে লড়ছেন আভাধ ওঝা।

প্রথম দফায় ১২টি, দ্বিতীয় দফায় ২০টি ও তৃতীয় দফায় ৩৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে আপ।

দিল্লি বিধানসভায় এখনও পর্যন্ত ২১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেস দিল্লিতে গত তিনটি বিধানসভা নির্বাচনে কোনও আসনে জিততে পারেনি। বিজেপি এখনও কোনও আসনেই প্রার্থীদের নাম জানায়নি। গত তিনটি লোকসভা দিল্লিতে সব কটা আসন জিতলেও বিধানসভায় বারবার কেজরিওয়ালের জনপ্রিয়তার কাছে ধরাশায়ী হয় পদ্ম-শিবির।