Karnataka Legislative Assembly Session 2023: বিধানসভার অধিবেশন চলার সময় ডেপুটি স্পিকারকে কাগজ ছোঁড়ার জের, কর্নাটকে সাসপেন্ড ১০ বিজেপি বিধায়ক; ভিডিয়ো
কর্নাটক বিধানসভায় অধিবেশন চলার সময় সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার। বুধবার অধিবেশন চলার সময় তাঁকে লক্ষ্য করে কাগজ ছোঁড়ার অভিযোগ উঠেছিল ১০ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে।
বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভায় অধিবেশন (Karnataka Legislative Assembly) চলার সময় সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার (Deputy Speaker)। বুধবার অধিবেশন (Karnataka Legislative Assembly Session 2023) চলার সময় তাঁকে লক্ষ্য করে কাগজ ছোঁড়ার (throwing paper) অভিযোগ উঠেছিল ১০ জন বিজেপি বিধায়কের (MLA) বিরুদ্ধে। এর জেরে তাঁদের সাসপেন্ড (suspended) করা হল।
ওই বিজেপি বিধায়করা হলেন, সুনীল কুমার (Sunil Kumar), আর অশোক (R Ashok), সিএন অশ্বথ নারায়ন (CN Ashwath Narayan), যশপাল আনন্দ সুভার্না (Yashpal Anand Suvarna), ডি বেদব্যাস কামাথ (D Vedavyas Kamath), অরবিন্দ বেল্লাদ (Arvind Bellad), অর্ঘ্য জনেন্দ্র (Araga Jnanendra), উমানাথ কোটিনা (Umanatha Kotian), ধীরাজ মুনিরাজু (Dheeraj Muniraju) এবং ভারত শেট্টি ওয়াই (Bharath Shetty Y)। তাঁদের কৃতকর্মের জেরে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। আরও পড়ুন: Derailed Train In Tirupati: লাইনচ্যুত হল তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনের শেষ বগি, রেলকর্মীদের তৎপরতায় ট্র্যাকে ফিরল বগি
দেখুন কর্নাটক বিধানসভায় হওয়া গণ্ডগোলের ভিডিয়ো: