PM CARES for Children Scheme: সোমবার শিশুদের জন্য পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের সুবিধাগুলির সূচনা করবেন প্রধানমন্ত্রী
সোমবার পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের (PM CARES for Children Scheme) অধীনে সুবিধাগুলি চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। প্রধানমন্ত্রী স্কুলপড়ুয়া শিশুদের বৃত্তি (Scholarships) হাতে তুলে দেবেন। এছাড়াও শিশুদের জন্য পিএম কেয়ারের একটি পাসবুক, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে স্বাস্থ্য কার্ডও শিশুদের হাতে তুলে দেওয়া হবে।
নতুন দিল্লি, ২৯ মে: সোমবার পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের (PM CARES for Children Scheme) অধীনে সুবিধাগুলি চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। প্রধানমন্ত্রী স্কুলপড়ুয়া শিশুদের বৃত্তি (Scholarships) হাতে তুলে দেবেন। এছাড়াও শিশুদের জন্য পিএম কেয়ারের একটি পাসবুক, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে স্বাস্থ্য কার্ডও শিশুদের হাতে তুলে দেওয়া হবে।
কোভিড কালে প্রচুর শিশু তাদের বাব-মা, উভয়কেই হারিয়েছে। ২০২০ সালে ১১ মার্চ থেকে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি সময়কালে যে শিশুরা তাদের বাবা-মা বা আইনি অভিভাবক বা দত্তক বাবা-মাকে হারিয়েছে, তাদের সাহায্য করার জন্যই প্রধানমন্ত্রী ২০২১ সালের মে মাসে এই স্কিমটি চালু করেছিলেন। এই স্কিমের উদ্দেশ্য হল শিশুদের পরিচর্যা এবং সুরক্ষা নিশ্চিত করা। এই স্কিমের উদ্দেশ্য হল শিশুদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা, শিক্ষা ও বৃত্তির মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা। স্বাস্থ্য বীমার মাধ্যমে তাদের সুস্থতা নিশ্চিত করা। এছাড়াও ২৩ বছর পূর্ণ হলে এককালীন ১০ লাখ টাকার আর্থিক সহায়তাও পাবে তারা। যাতে বড় হয়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আরও পড়ুন: Tara Air Plane Missing: ৪ ভারতীয়-সহ ১৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ নেপালের তারা এয়ারের বিমান
কোভিড কালে বাবা-মাকে হারানো শিশুদের রেজিস্ট্রেশনের জন্য pmcaresforchildren.in নামে একটি পোর্টাল চালু করা হয়েছিল। পোর্টালটি একটি সিঙ্গল উইন্ডো সিস্টেম, যাতে অনুমোদন প্রক্রিয়া এবং অন্যান্য সমস্ত সহায়তা সহজতর।