Raksha Bandhan 2023: প্রধানমন্ত্রীকে রাখি পরাতে দিল্লিতে হাজির মোদীর 'পাকিস্তানি' বোন

গত ২ বছর কোভিডের জন্য তিনি দিল্লিতে হাজির হতে পারেননি গুজরাটের আহমেদাবাদ থেকে। এ বছর তাই রাখির আগে দিল্লিতে হাজির প্রধানমন্ত্রীর পাকিস্তানি বোন। নিজের হাতে লাল রঙের রাখি তৈরি করেছেন প্রধানমন্ত্রীর জন্য।

Raksha Bandhan 2023: প্রধানমন্ত্রীকে রাখি পরাতে দিল্লিতে হাজির মোদীর 'পাকিস্তানি' বোন
PM Modi (Photo Credit: Facebook)

দিল্লি, ২২ অগাস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানি রাখি-বোন এবারও ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনায় তাঁকে রাখি পরাবেন। কামার মহসিন শেখ নামে প্রধানমন্ত্রীর পাকিস্তানের রাখি বোন বিবাহ সূত্রে বর্তমানে ভারতের বাসিন্দা। গত ৩০ বছর ধরে কামার মহসিন শেখ নরেন্দ্র মোদীকে রাখি পরাচ্ছেন। গত ২ বছর কোভিডের জন্য তিনি দিল্লিতে হাজির হতে পারেননি গুজরাটের আহমেদাবাদ থেকে। এ বছর তাই রাখির আগে দিল্লিতে হাজির প্রধানমন্ত্রীর পাকিস্তানি বোন। নিজের হাতে লাল রঙের রাখি তৈরি করেছেন প্রধানমন্ত্রীর জন্য। সিদূঁরের রং লাল, শক্তির উৎস লাল। তাই দাদা নরেন্দ্র মোদীর জন্য লাল রঙের রাখি তিনি তৈরি করেছেন বলে জানান কামার মহসিন শেখ।

 

রাখি পরিয়ে প্রধানমন্ত্রীকে বই উপহার দেবেন তাঁর পাকিস্তানি বোন। প্রধানমন্ত্রী বই পড়তে খুব পছন্দ করেন। তাই তাঁর জন্য এবারও কামার মহসিন শেখ উপহারস্বরূপ বই এনেছেন বলে জানান।