Sardar Vallabhbhai Patel 144th Birth Anniversary: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন নরেন্দ্র মোদির, জন্মবার্ষিকী অনুষ্ঠানে কাশ্মীর নিয়ে অজস্র বার্তা
আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকী (Sardar Vallabhbhai Patel 144th Birth Anniversary)। গুজরাতের (Gujarat) কেভাডিয়াতে (Kevadia) স্ট্যাচু অফ উইনিটির সামনে লৌহপুরুষকে শ্রদ্ধাজ্ঞাপন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একতা দিবস উদযাপন করা হয়। সেখানে বক্তব্যও রাখেন নরেন্দ্র মোদি। গুজরাতে দাঁড়িয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতেও কাশ্মীরের উদ্দেশে বার্তা দিলেন তিনি। জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) ও লাদাখ (Ladakh) দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের পৃথকভাবে আত্মপ্রকাশও হয় এদিন। অনুষ্ঠানে বক্তব্য রেখে তিনি বলেন এবার দুটি এলাকাতেই উন্নয়ন হবে।
কেভাডিয়া, ৩১ অক্টোবর: আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকী (Sardar Vallabhbhai Patel 144th Birth Anniversary)। গুজরাতের (Gujarat) কেভাডিয়াতে (Kevadia) স্ট্যাচু অফ উইনিটির সামনে লৌহপুরুষকে শ্রদ্ধাজ্ঞাপন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একতা দিবস উদযাপন করা হয়। সেখানে বক্তব্যও রাখেন নরেন্দ্র মোদি। গুজরাতে দাঁড়িয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতেও কাশ্মীর নিয়ে বার্তা দিলেন তিনি। জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) ও লাদাখ (Ladakh) দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের পৃথকভাবে আত্মপ্রকাশও হয় এদিন। অনুষ্ঠানে বক্তব্য রেখে তিনি বলেন এবার দুটি এলাকাতেই উন্নয়ন হবে।
তিনি সর্দার বল্লভভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ঐক্য ও সংহতির বার্তা বজায় রাখতে বলেছেন। কাশ্মীর (Kashmir) প্রসঙ্গে বলেছেন-"গণতন্ত্রে এটাই নিয়ম যে সবাই একমত হবে না। কেউ কেউ দ্বিমত হতে পারে। কিন্তু ৩৭০ অনুচ্ছেদ (Article 370) রদের সিদ্ধান্ত সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। সারা দেশে এখন একতার সুর, সেই বার্তা পৌঁছে যাচ্ছে সারা বিশ্বে। ৩৭০ অনুচ্ছেদেক রদের পরেও সেই চেষ্টা চলছে। পাকিস্তান বরাবর উপত্যকার শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। জম্মু-কাশ্মীরের উদ্বেগ, সারা দেশের উদ্বেগের কারণ। তাঁদের সুখ-দুঃখ, কষ্ট ভোগান্তি আমাদেরও সমান ভাবে আনন্দ দেয় ও ব্যথিত করে। কাশ্মীরকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিদ্ধান্ত। ধীরে ধীরে শান্তির পথে এগিয়ে যাবে উপত্যকা। রাস্তাঘাটের উন্নয়ন হবে, নতুন নতুন রেলপথ তৈরি হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ বার শুধুই উন্নয়নের জোয়ার বইবে। যুগ যুগ ধরে উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদে দীর্ণ ছিল জম্মু-কাশ্মীর। এ বার এক নবযুগের সূচনা হবে। আজই জম্মু-কাশ্মীর আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করছে।" আরও পড়ুন, আজ থেকেই যাত্রা শুরু করল দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু- কাশ্মীর ও লাদাখ
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে এসে এমনই বার্তা দেন তিনি। গুজরাতের স্ট্যাচু অফ উইনিটি মূর্তির সামনে অনুষ্ঠিত হয়। প্যারেড ও আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে উদযাপন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী।