PM Narendra Modi: 'অফ দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, ফর দ্য ফ্যামিলি', বিরোধীদের বৈঠককে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর
ধানমন্ত্রী বলেন, ভারতীয়দের কখনই সামর্থের অভাব ছিল না। দুর্নীতিগ্রস্ত পরিবারবাদী দলগুলি সর্বদা দেশের মানুষের প্রতি অবিচার করেছে। ভারতকে তার পরিণতি ভোগ করতে বাধ্য করেছে। গণতন্ত্রের মানে 'জনগণের, জনগণের দ্বারা, জনগণের জন্য'।
দিল্লি, ১৮ জুলাই: বেঙ্গালুরুতে (Bengaluru) বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বিতীয় বৈঠক চলছে। সোনিয়া গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শরদ পাওয়াররা হাজির বিজেপি বিরোধী বৈঠকে। লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী দলগুলি এক ছাদের নীচে আসতে শুরু করছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। যা নিয়ে এবার তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । প্রধানমন্ত্রী বলেন, ভারতীয়দের কখনই সামর্থের অভাব ছিল না। দুর্নীতিগ্রস্ত পরিবারবাদী দলগুলি সর্বদা দেশের মানুষের প্রতি অবিচার করেছে। ভারতকে তার পরিণতি ভোগ করতে বাধ্য করেছে। গণতন্ত্রের মানে 'জনগণের, জনগণের দ্বারা, জনগণের জন্য'। কিন্তু এই পরিবারবাদী দলগুলোর একটা মন্ত্র আছে 'পরিবারের জন্য, পরিবারের জন্য, পরিবারের জন্য'। তাদের কাছে তাদের পরিবার সবার আগে, ভারতের জনগণ প্রাধান্য পায় না।
বিজেপির সোশ্যাল হ্যান্ডেলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মন্তব্য ট্যুইট করা হয়। যা নিয়ে ফের একপ্রস্থ রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।