PM Narendra Modi EVM: বিরোধীদের দাবি উড়িয়ে ইভিএমের হয়েই সওয়াল মোদীর
র ভারতে হতে চলা লোকসভা নির্বাচনে ১০ কোটি ভোটার ভোটদান করতে চলেছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী বছর ভারতে সাধারণ নির্বাচন (2024 Lok Sabha Elections)। আর ভারতে হতে চলা লোকসভা নির্বাচনে ১০০ কোটি ভোটার ভোটদান করতে চলেছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কংগ্রেস সহ দেশের অধিকাংশ বিরোধী দলেরা ইভিএম (Electronic Voting Machine)-এর মাধ্যমে ভোটের বিরোধিতা করেছে। কারণ তাদের মতে ইভিএমে যান্ত্রিক কারচুপি করা যায়। ফলে স্বচ্ছ ভোটের জন্য আসন্ন লোকসভা নির্বাচনে ব্যালট পেপারে ভোট হোক।
কিন্তু প্রধানমন্ত্রী মোদীর গলায় EVM-কে নিয়ে অন্য সুর। মোদী বললেন, " ইভিএমের ব্যবহার করে নির্বাচনে স্বচ্ছতা বেড়েছে। পাশাপাশি ভোটের প্রক্রিয়ায় দক্ষতা বেড়েছে। এখন ভোট গণনার কয়েক ঘণ্টার মধ্যেই ফল জানা যায়।"আরও পড়ুন-অভিশপ্ত ৭ অক্টোবর আড়াই হাজার হামাস জঙ্গি ঢুকেছিল ইজরায়েলে!
দেখুন এক্স
স্বাধীন ভারতে দেশে ১৭টি সাধারণ নির্বাচন ও রাজ্যগুলিতে ৩০০টি বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। বলে মোদী জানান। ২০১৯ লোকসভা নির্বাচনটা দুনিয়ার সবচেয়ে বড় নির্বাচন ছিল। আর তাতে দেশের মানুষ বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় এনেছে বলে তিনি জানান।