IPL Auction 2025 Live

PM Modi's US Visit: মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে ৭.৫ ক্যারেটের সবুজ হীরা উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (দেখুন সেই ছবি)

মার্কিন সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রয়েছেন ওয়াশিংটন ডিসিতে। রাষ্ট্র সংঘের সদর দফতর নিউইয়র্ক থেকে সেখানে পৌঁছলে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। বিমানবন্দরেও তাকে অভ্যর্থনা জানানো হয়।

Photo Credit: Twitter@ANI

মার্কিন সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রয়েছেন ওয়াশিংটন ডিসিতে। রাষ্ট্র সংঘের সদর দফতর নিউইয়র্ক থেকে সেখানে পৌঁছলে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। বিমানবন্দরেও তাকে অভ্যর্থনা জানানো হয়। ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন মোদী। পরে তিনি নৈশভোজে অংশ নিতে হোয়াইট হাউসে পৌঁছান, যেখানে রাষ্ট্রপতি বাইডেন এবং ফার্স্ট লেডি তাকে স্বাগত জানান।

নৈশভোজের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন ফার্স্ট লেডি ডঃ জিল বাইডেনকে ৭.৫ ক্যারেটের একটি সবুজ হীরে উপহার দিয়েছেন।এই হীরা কোন সাধারণ হীরা নয়, সৌর শক্তি ও বায়ু শক্তিকে একত্রিত করে এই হীরে তৈরি করা হয়েছে ল্যাবে। দেখুন সেই হীরের ছবি-

পেপিয়ার মাচে (Papier mâché) নামক একটি বাক্সে সেই সবুজ হীরাটিকে রাখা হয়েছিল। যেটি কার-ই-কলমদানি নামেও পরিচিত। কাশ্মীরের চমৎকার পেপিয়ার মাচে কাগজের সজ্জা এবং সূক্ষ্ম প্রস্তুতি দিয়ে বানানো বাক্সটির গায়ে দক্ষ কারিগররা সুন্দর নকশা আঁকেন। এই সবুজ হীরেটি ভারতের ৭৫ বছরের স্বাধীনতা এবং মজবুত  আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক।