PM Modi Nomination: বারাণসীতে হ্যাটট্রিকের লক্ষ্যে মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদী (দেখুন ভিডিও)

Modi Nomination Photo Credit: Twitter@ANI

হ্যাটট্রিক লক্ষ্য তাই গঙ্গা সপ্তমীর দিনে শুভ মহরত মেনে মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন নরেন্দ্র মোদী। ঠিক সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী ও বারাণসীর বিদায়ী সাংসদ নরেন্দ্র মোদী। এদিন জেলাশাসকের ঘরে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সূত্রের খবর মোদীর মনোনয়নের প্রপোজার হয়েছেন পণ্ডিত জ্ঞানেশ্বর শাস্ত্রী, ব্রিজনাথ প্যাটেল, লালচাঁদ কুশওয়াহা এবং সঞ্জয় সোনকর। এর মধ্যে পণ্ডিত জ্ঞানেশ্বর শাস্ত্রী রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পূণ্য তিথি গণনা করেছিলেন।আরএসএস কার্যকর্তা ব্রিজনাথ ও লালচাঁদও স্থানীয় ওবিসি সম্প্রদায়ভুক্ত। এবং সঞ্জয় একজন দলিত। উত্তর প্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসী থেকে বিপুল ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। সকলের নজর তাই ৪ জুনের দিকে।

দেখুন মনোনয়ন পেশ করার সময়ের ভিডিও-