G 20 In India: ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী মোদির হাতে হাত বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা-সহ ৪ রাষ্ট্রপ্রধানের, দেখুন ভিডিয়ো
শনিবার দিল্লিতে শুরু হয়েছে দু-দিনের জি ২০ সম্মেলন। তার অনুষ্ঠানস্থল ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাতে হাত মিলিয়ে ছবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নয়াদিল্লি: শনিবার দিল্লিতে (Delhi) শুরু হয়েছে দু-দিনের জি ২০ সম্মেলন (G-20 Summit in Delhi)। তার অনুষ্ঠানস্থল (venue) ভারত মণ্ডপমে (Bharat Mandapam) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে হাতে হাত (Handshake) মিলিয়ে ছবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden), ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও (President of Brazil Luiz Inacio), দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (President of South Africa Cyril Ramaphosa) ও বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (World Bank President Ajay Banga)। আরও পড়ুন:
দেখুন ভিডিয়ো: