PM Modi Independence Speech Breaks Records: প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ ভাঙল সর্বকালের রেকর্ড, জেনে নিন বিস্তারিত
স্বাধীনতা দিবসে ৯৭ মিনিটের ভাষণ দিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন নরেন্দ্র মোদি।২০১৬ সালে ৯৪ মিনিটের ভাষণ দিয়ে আগেই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ৯৭ মিনিটের বক্তব্যে নিজের রেকর্ড নিজেই ভাঙ্গলেন তিনি।
১৪ অগস্ট ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতেই দেশজুড়ে শুরু হয়ে যায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। প্রথা মেনে সকাল ঠিক ৭.৩০ মিনিটে লাল কেল্লায় হাজির হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়েন্দা রিপোর্টে নাশকতার আশঙ্কা ছিল তাই দিল্লির আনাচে কানাচে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল দিল্লি জুড়ে।স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রকের আমন্ত্রিত অতিথিরা ছাড়াও এই অনুষ্ঠানে প্যারিস অলিম্পিক২০২৪ (Olympic 2024)-এ অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদেরও অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় ৯৭ মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী।দেখা যায় স্বাধীনতা দিবস উপলক্ষে এটাই যেকোন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ভাষণ। ১৯৪৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ৭২ মিনিট ভাষণ দেন।তবে স্বাধীনতা দিবসে ৯৭ মিনিটের ভাষণ দিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন নরেন্দ্র মোদি।২০১৬ সালে ৯৪ মিনিটের ভাষণ দিয়ে আগেই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার ৯৭ মিনিটের বক্তব্যে নিজের রেকর্ড নিজেই ভাঙ্গলেন তিনি।
তৃতীয় মেয়াদের প্রথম ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ছাড়িয়ে গেছেন নরেন্দ্র মোদী। মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে লাল কেল্লার অঙ্গণে ১০ বার তেরঙ্গা উত্তোলন করেছিলেন। মোদী ১১ বার করে সেই রেকর্ড টপকে গেলেন। এই ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর পর তৃতীয় স্থানে পৌঁছেছেন মোদি। নেহেরু ১৭ বার এবং ইন্দিরা গান্ধী ১৬ বার এই সম্মান অর্জন করেছিলেন।