PM Narendra Modi Independence Day Speech 2024: বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়' লালকেল্লা থেকে পড়শি দেশ নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর
আজ ৭৮ তম স্বাধীনতা দিবসের দিন সকাল ৭.৩০ টায় লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বারের মতো স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন মোদী।
নয়াদিল্লিঃ ৭৮ তম স্বাধীনতা দিবস (78th Independence Day) উপলক্ষে দিল্লির(Delhi) লাল কেল্লা(Red Fort) থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এল পড়শি বাংলাদেশ ইস্যু। বাংলাদেশের জন্য শুভকামনার বার্তা দিয়ে মোদী জানালেন, বাংলাদেশের(Bangladesh) সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়। প্রধানমন্ত্রীর কথায়, " প্রতিবেশী দেশ হিসেবে আমি বাংলাদেশে যা কিছু ঘটেছে তা নিয়ে উদ্বেগ বুঝতে পারি। আমি আশা করি সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪০ কোটি দেশবাসী উদ্বিগ্ন। ভারত সবসময় চায় প্রতিবেশী দেশগুলি শান্তির এবং সমৃদ্ধির পথে হাঁটুক। আমরা শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলিতেও, আমরা বাংলাদেশের 'বিকাশ যাত্রা'-এর জন্য শুভকামনা জানাব।" প্রসঙ্গত, আজ ৭৮ তম স্বাধীনতা দিবসের দিন সকাল ৭.৩০ টায় লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বারের মতো স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন মোদী।
শুনুন বাংলাদেশ প্রসঙ্গে কী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী