PM Modi Arrives Balasore Accident Site: হেলিকপ্টারে করে বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো
দুর্ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখতে সেখানে গেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উদ্ধার কাজ কেমন চলছে সেই বিষয়েও নজরদারি চালাবেন বলে জানা গেছে।
বালাসোর: শনিবার দুপুরে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা (Coromondal Express Accident) নিয়ে বৈঠক করার পর হেলিকপ্টারে করে সোজা বালাসোর (Balasore) থেকে ২০ কিলোমিটার দূরে থাকা দুর্ঘটনাস্থলে (Train Accident site) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
দুর্ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখতে সেখানে গেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উদ্ধার কাজ কেমন চলছে সেই বিষয়েও নজরদারি চালাবেন বলে জানা গেছে। আরও পড়ুন: CM Naveen Patnaik On Odisha Train Accident:'অত্যন্ত মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা', দুর্ঘটনাস্থল থেকে আবেগঘন প্রতিক্রিয়া ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক-এর
দেখুন ভিডিয়ো:
হেলিকপ্টার থেকে নেমে সোজা আধিকারিকদের নিয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে সমগ্র পরিস্থিতি পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। এখনও পর্যন্ত মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনার ফলে ২৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৯০০ জনের বেশি মানুষ।
দেখুন ভিডিয়ো:
শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বালাসোরের কাছে একটি মালগাড়ির সঙ্গে প্রথমে মুখোমুখি ধাক্কা হয় শালিমার স্টেশন থেকে ছেড়ে যাওয়া চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়ে উলটো দিকে রেল লাইনে গিয়ে পড়ে। তার কিছুক্ষণ বাদেই যশবন্তপুর থেকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস এসে ফের ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসে। এর ফলে লাইনচ্যুত হয়ে যায় তার আরও ৩-৪টি কামরা।