PM Modi On Youth Power: 'আজকের ভারত যুবশক্তির', ভিডিয়োতে শুনুন স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য
আজকের ভারত যুবশক্তির বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মহারাষ্ট্রের নাসিকে আয়োজিত রাষ্ট্রীয় যুব মহোৎসবে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
নাসিক: আজকের ভারত যুবশক্তির (Youth Power) বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। শুক্রবার মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে (Nashik) আয়োজিত রাষ্ট্রীয় যুব মহোৎসবে (Rashtriya Yuva Mahotsav) বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। তপোবন গ্রাউন্ডে (Tapovan Ground) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আজ ভারতের যুবশক্তির দিন। এই দিনটি সেই মহান ব্যক্তিকে উৎসর্গ করা হয়েছে যিনি দাসত্বের (slavery) সময়ে ভারতকে নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছিলেন। সেই স্বামী বিবেকানন্দের (Swami Vivekanand) জন্মবার্ষিকীতে এখানে এসে আমি আনন্দিত। রাষ্ট্রীয় যুব দিবসে সবাইকে আমার শুভেচ্ছা। আজ ভারতে 'নারী শক্তি'র (Nari Shakti) প্রতীক রাজমাতা জিজা বাইয়েরও (Rajmata Jija Bai) জন্মদিন। ভারতের বিভিন্ন মহান ব্যক্তিত্ব মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। ভগবান রামও নাসিকের পঞ্চবটিতে দীর্ঘ সময় কাটিয়েছেন।" আরও পড়ুন: COVID variant JN.1: বাড়ছে জেএন.১ এর প্রকোপ, ১৬টি রাজ্য মিলিয়ে আক্রান্ত হাজার ছুঁইছুঁই
দেখুন ভিডিয়ো:
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদঘাটন। সেই কথা মনে করিয়ে মোদি বলেন, "আমি অনুরোধ করছি রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে দেশের সমস্ত মন্দির ও উপাসনালয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হোক। আমাদের সাধু-ঋষিরা সর্বদাই যুবশক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। যুবসমাজকে ভারতকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা স্বাধীন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। ভারতের আশা ভারতের যুবকদের শক্তিশালী চরিত্রের উপর নির্ভরশীল।"
দেখুন ভিডিয়ো:
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, "বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতির মধ্যে ভারত রয়েছে। এর পেছনে রয়েছে যুবশক্তি। ভারত বিশ্বের শীর্ষ ৩ স্টার্ট-আপ সিস্টেমের মধ্যে রয়েছে, ভারত নতুন উদ্ভাবন করছে, ভারত রেকর্ড পেটেন্ট ফাইল করছে। দেশের যুবরা এই সবের পিছনে রয়েছে। অমৃত কাল দেশের যুবকদের জন্য একটি স্বর্ণযুগ।" আরও পড়ুন: PM Modi Kalaram Mandir Puja Video: নাসিকে মন্দিরে হাজির হয়ে পুজোর পর ভজন গাইলেন প্রধানমন্ত্রী, দেখুন
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)