PM Kisan Yojana: দিওয়ালির উপহার পেলেন দেশের কৃষকরা, পিএম কিষাণের ১২ তম কিস্তির টাকা ঢুকল সরাসরি ব্যাঙ্কে

দু’দিনের পিএম-কিষাণ সম্মেলন ২০২২ এর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী, সেই মঞ্চ থেকেই পিএম কিষাণ যোজনার অধীনে সুবিধাভোগী কৃষকদের জন্য ২ হাজার টাকা করে পাঠালেন মোদী।

দিওয়ালির আগেই দিওয়ালির উপহার পেলেন দেশের কৃষকরা। সোমবার নয়া দিল্লিতে দু’দিনের পিএম-কিষাণ সম্মেলন ২০২২ এর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)-র ১২ তম কিস্তির ২ হাজার টাকা করে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের(Direct Benefit Transfer) মাধ্যমে সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। এবার মোট ১৬ হাজার কোটি টাকা খরচ হচ্ছে।

এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পিএম কিষাণ যোজনার অধীনে দেশজুড়ে সুবিধাভোগী কৃষকদের মোট ১৬,০০০ কোটি টাকা পাঠানো হয়েছে। এদিকে ‘এক দেশ, এক সার’ এর অধীনে কৃষকদের কম দামে ও ভাল মানের সার দেওয়া হবে।’

একই মঞ্চ থেকে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'প্রধানমন্ত্রী ভারতীয় জন উর্বরক পরিকল্পনা'-এক জাতি এক সার প্রকল্প চালু করলেন। তিনি বলেন - বর্তমানে সারের উৎপাদন প্রযুক্তি এবং গুণমানে একটি বড় পরিবর্তন হয়েছে। এই প্রকল্পের ফলে  কৃষি-পণ্যের উৎপাদন বাড়বে এবং শস্য-সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধানও হবে।ভারত শীঘ্রই বিশ্বব্যাপী কৃষি পণ্যের দক্ষ উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত হবে।