Petrol-Diesel Prices Today: টানা ৬ দিন জ্বালানির দাম বৃদ্ধি, কলকাতায় পেট্রল ছাড়াল ১১০ টাকা

বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। রাজধানীত আজ পেট্রলের দাম ১০৯ টাকা ৬৯ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে ৯৮ টাকা ৪২ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১১৫ টাকা ৫০ পয়সা ও ১০৬ টাকা ৬২ পয়সা।

Representational image (Photo: ANI)

নতুন দিল্লি, ১ নভেম্বর: বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। রাজধানীত আজ পেট্রলের দাম ১০৯ টাকা ৬৯ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে ৯৮ টাকা ৪২ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১১৫ টাকা ৫০ পয়সা ও ১০৬ টাকা ৬২ পয়সা।

কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের জন্য দিতে হবে যথাক্রমে ১১০ টাকা ১৫ পয়সা ও ১০১ টাকা ৫৬ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে আজ হয়েছে ১০৬ টাকা ৩৫ পয়সা ও ১০২ টাকা ৫৯ পয়সা। আরও পড়ুন: Manmohan Singh Discharged From AIIMS: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

City Petrol Diesel
Delhi 109.69 98.42
Mumbai 115.50 106.62
Chennai 106.35 102.59
Kolkata 110.15 101.56

ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে। পেট্রল ও ডিজেলের দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।