Petrol-Diesel Prices Today: আজও বাড়ল জ্বালানির দাম, কলকাতায় ডিজেলের দাম ছাড়াল ১০০

বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। আজ লিটার প্রতি পেট্রল ও ডিজলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। রাজধানীত আজ পেট্রলের দাম পৌঁছছে ১০৮ টাকা ২৯ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১১৪ টাকা ১৪ পয়সা ও ১০৫ টাকা ১২ পয়সা।

Petrol-Diesel Price (Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৮ অক্টোবর: বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। আজ লিটার প্রতি পেট্রল ও ডিজলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। রাজধানীত আজ পেট্রলের দাম পৌঁছছে ১০৮ টাকা ২৯ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১১৪ টাকা ১৪ পয়সা ও ১০৫ টাকা ১২ পয়সা।

কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের জন্য দিতে হবে যথাক্রমে ১০৮ টাকা ৭৮ পয়সা ও ১০০ টাকা ১৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে আজ হয়েছে ১০৫ টাকা ১৩ পয়সা ও ১০১ টাকা ২৫ পয়সা। আরও পড়ুন: Kanō Jigorō’s 161st Birthday Google Doodle: জাপানের জুডোর জনক কানো জিগোরোর ১৬১-তম জন্মদিনে গুগলের ডুডল

City Petrol Diesel
Delhi 108.29 97.02
Mumbai 114.14 105.12
Chennai 105.13 101.25
Kolkata 108.78 100.14

ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে। পেট্রল ও ডিজেলের দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now