Jalandhar: চলন্ত ট্রেনে টিকিট নিয়ে চেকারের সঙ্গে বচসা মহিলার, হেনস্থার অভিযোগ দায়ের রেলকর্মীর বিরুদ্ধে
বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন এক মহিলা। টিটিই টিকট দেখতে চাইলে উত্তপ্ত হয় পরিস্থিতি। ট্রেন থেকে নামতেই জিআরপিতে মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সরকারী কর্মী।
বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন এক মহিলা। টিটিই টিকট দেখতে চাইলে উত্তপ্ত হয় পরিস্থিতি। ট্রেন থেকে নামতেই জিআরপিতে মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সরকারী কর্মী। গত ২ জুন ঘটনাটি ঘটেছে অমৃতসর-পাটনা এক্সপ্রেসে। জানা যাচ্ছে জলন্ধর স্টেশনে টিটিই ওই মহিলা এবং তাঁর পরিবারের টিকিট দেখতে চান। কিন্তু চারজন যাত্রীর মধ্যে দুইজনের টিকিট ছিল না। সেই কারণে জরিমানা ধার্য করা নিয়ে শুরু হয় বচসা। এরপর রেলকর্মী মুকেশ কুমার জলন্ধর জিআরপিতে ওই মহিলার নামে গত ৩ জুন অভিযোগ দায়ের করেন। অন্যদিকে ওই মহিলা পঞ্জাব থেকে পাটনাতে ফিরে যখন জানতে পারেন তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে তখন তিনিও পাটনা জিআরপিতে পাল্টা অভিযোগ দায়ের করেন।
মুকেশের অভিযোগ, তাঁকে শারীরিক নিগ্রহ করে ওই মহিলার পরিবার এবং যাত্রীদের তালিকার নথি ট্রেনের বাইরে ছুড়ে ফেলে দেয়। অন্যদিকে মহিলার পাল্টা দাবী রেলকর্মী তাঁর সঙ্গে করেছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ। দুই পক্ষকেই প্রমাণ সমেত জলন্ধর রেল পুলিশের অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই ঘটনার দিন সংশ্লিষ্ট ট্রেনের বগিতে কয়েকজন প্রত্যক্ষদর্শীকেও তলব করেছে পুলিশ।