Pathaan Controversy: রঙের কোন ধর্ম-আদর্শ নেই, যোগী রাজ্যে বিজেপিকে বিঁধলেন বিরোধীরা

Pathaan Song Besharam Rang (Photo Credits: YouTube/YRF)

লখনউ, ১৮ ডিসেম্বরঃ উত্তরপ্রদেশে ‘পাঠান’ মুক্তি পেতে দেবে না, বিজেপি সমর্থকদের চূড়ান্ত রোষানলে পড়েছে শাহরুখ (Shah Rukh Khan), দীপিকার (Deepika Padukone) 'পাঠান' (Pathaan)। সেদেশের কেবল বিজেপি সমর্থকরাই নয়, বরং মুসলিম সংগঠনও ‘পাঠান’নের বিরুদ্ধে সরব হয়েছেন। ছবির গানে (Pathaan Song Besharam Rang) দীপিকার ‘গেরুয়া’ বিকিনি থেকেই শুরু হয়েছে পাঠান বয়কটের রব। সেখান থেকে  গানের দৃশ্য চূড়ান্ত অশ্লীল, কুরুচিকর, এই গানের মধ্যে দিয়ে ভারতের সনাতন সংস্কৃতির অপমান করা হয়েছে – এইরূপ নানা অভিযোগ উঠতে থাকে ছবি ঘিরে (Pathaan Controversy)। কিন্তু যোগী রাজ্যে 'পাঠান' বিতর্কের মাঝেই বিজেপি (BJP) সমর্থকদের তীব্র তিরস্কার জানালেন বিরোধী পক্ষ। কেন দেখবো পাঠান? বয়কটের রবের মাঝেই উত্তর দিলেন বাদশা

‘গেরুয়া’ রং কোন নির্দিষ্ট দল কিংবা পার্টির স্বত্ব নয়', বিজেপির প্রতীবাদে বললেন কংগ্রেস (Congress) সমর্থকরা। কংগ্রেস নেতা উদিত রাজ কারুর নাম উল্লেখ না করেই বলেছেন, কিছু মহল তাঁদের রাজনৈতিক স্বার্থে রং ব্যবহার করছে। কিন্তু রঙের কোন ধর্ম হয় না, কোন আদর্শ হয় না”। তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রঙের ধর্ম-আদর্শ বৈষম্যের নামে সমাজকে ভাঙার চেষ্টা চালাচ্ছে।

সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা জাফর আমীন ডাকু এই প্রসঙ্গে বলেন, “আমাদের সকল রং এবং ধর্মকে সম্মান করা উচিৎ। রং নিয়ে বিতর্ক সৃষ্টি করে একটা ছবির পথে বাধা হওয়া কখনওই কাম্য নয়”।

সমাজবাদী পার্টির মুখপাত্র আবদুল হাফিজ গান্ধি বলেছেন, দেশে আরও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যেগুলো নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু সেই দিক থেকে দৃষ্টি সরানোর জন্যে ডানপন্থী পোশাকধারীরা এইসব ছোটখাটো বিষয়কে বড় করে তুলছে। তিনি আরও বলেন, যখন একটা ছবি সেন্সর বোর্ড থেকে পাশ হয়ে আসছে তখন সেই ছবি নিয়ে প্রশ্ন তোলার কী প্রয়োজন?

পাঠান বিতর্ক দেশের রাজনৈতিক দলগুলোকে দুই মেরুতে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। এবার ছবির ভাগ্যে কী রয়েছে সে কেবল সময়ের অপেক্ষা।