BJP: ভোটমুখী চার রাজ্যে বিজেপির দায়িত্বে তিন কেন্দ্রীয় মন্ত্রী সহ হেভিওয়েটরা, জানুন কে কোথায় ইলেকশন ইনচার্জ
লোকসভা ভোটের আগে বিজেপির সামনে বড় চ্য়ালেঞ্জ চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভাল ফল করার। রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে সরিয়ে ক্ষমতায় ফেরার লক্ষ্য়ে ঝাঁপিয়েছে বিজেপি।
নতুন দিল্লি, ৭ অগাস্ট: লোকসভা ভোটের আগে বিজেপির সামনে বড় চ্য়ালেঞ্জ চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভাল ফল করার। রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে সরিয়ে ক্ষমতায় ফেরার লক্ষ্য়ে ঝাঁপিয়েছে বিজেপি। তেলঙ্গনায় প্রথমবার সরকার গড়তে পদ্ম শিবির মরিয়া। আর শিবরাজ সিং চৌহানের রাজ্য মধ্যপ্রদেশে গেরুয়া সরকার টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। এমন অবস্থায় তিন হাইপ্রোফাইল কেন্দ্রীয় মন্ত্রীকে বিজেপিকে বিধানসভায় জেতানোর দায়িত্ব দিলেন জেপি নাড্ডা, অমিত শাহ-রা।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া হল মধ্যপ্রদেশের দায়িত্ব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে দেওয়া হল যথাক্রমে ছত্তিশগড় ও রাজস্থানের দায়িত্ব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির তারকা সাংসদ প্রকাশ জাভরেকরকে দেওয়া হল দক্ষিণের রাজ্য তেলঙ্গানার দায়িত্ব। তবে প্রহ্লাদ যোশীকে রাজস্থানের ইলেকশন ইনচার্জ বানানো হলেও, অতি গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাতে হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোই-কে দেওয়া হল নির্বাচনের সহকারী দায়িত্বে। আরও পড়ুন-এক ভাইপোর বিদ্রোহে পদ, আরেক ভাইপো পদের বিদ্রোহ সাক্ষাতে!
শিবরাজ সিংয়ের রাজ্যে বিজেপির নির্বাচনী ইনচার্জ করা হল ভূপেন্দ্র যাদবকে। ভূপেন্দ্র যাদবের সঙ্গে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে দলের দায়িত্বে থাকছেন অশ্বিনী বৈষ্ণব। রাজস্থানে বিজেপির ইলেকশন ইনচার্জ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে। ছত্তিশগড়ের পদ্ম শিবিরের ইলেকশন ইন চার্জ গুজরাটের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল। কংগ্রেস শাসিত এই রাজ্যে সঙ্গে থাকছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তেলঙ্গনায় বিজেপির ইলেকশন ইন চার্জ দলের সাংসদ প্রকাশ জাভরেকর। কেসিআর-এর রাজ্যের গেরুয়া শিবিরের 'ইলেকশন কো ইন চার্জ' সুনীল বনসল।