Pariksha Pe Charcha 2023: সন্তানদের চাপ দেবেন না, 'পরীক্ষা পে চর্চায়' বাবা-মায়েদের পরামর্শ প্রধানমন্ত্রীর

পরীক্ষা হলে কোনও পড়ুয়া যাতে অনৈতিক পথ অবলম্বন না করেন, সে বিষয়েও বলতে শোনা যায় মোদীকে। সময়কে কাজে লাগিয়ে যদি কোনও পড়ুয়া সঠিকভাবে পড়াশোনা করেন, তাহলে তাঁদের কখনও পরীক্ষার হলে অনৈতিক পথ অবলম্বন করতে হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Narendra Modi (Photo Credit; ANI/Twitter)

দিল্লি, ২৭ জানুয়ারি: দেশের ভবিষ্যত পড়ুয়াদের নিয়ে এবার 'পরীক্ষা পে চর্চা' Pariksha Pe Charcha)  শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । বাবা, মায়েরা যাতে সন্তানের উপর বেশি চাপ প্রয়োগ না করেন, সে বিষয়ে আবেদন জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি পড়ুয়ারা যাতে নিজেদের ক্ষমতাকে কখনও কম করে না দেখেন, সেই কথাও বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।

এসবের পাশাপাশি পরীক্ষা হলে কোনও পড়ুয়া যাতে অনৈতিক পথ অবলম্বন না করেন, সে বিষয়েও বলতে শোনা যায় মোদীকে। সময়কে কাজে লাগিয়ে যদি কোনও পড়ুয়া সঠিকভাবে পড়াশোনা করেন, তাহলে তাঁদের কখনও পরীক্ষার হলে অনৈতিক পথ অবলম্বন করতে হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জীবনে কিছু পাওয়ার জন্য কখনও 'শর্টকাট' রাস্তা অবলম্বন করা উচিত নয়। নিজের উপর ভরসা রেখে, সঠিক পথে চলে সময়কে কাজে লাগানো উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যাঁরা সময়কে কাজে লাগিয়ে, সঠিকভাবে পড়াশোনা করেন, সেই সমস্ত পড়ুয়াদের কখনও জীবনে পিছিয়ে পড়তে হয় না বলেও মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।