PAN-Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করান, না হলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা

আগামী ৩১ মার্চ প্যান কার্ড ও আধার নম্বর সংযুক্তিকরণের (PAN-Aadhaar Link) শেষ দিন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান-আধার (Aadhaar) সংযোগ করতে ব্যর্থ হলে প্যান কার্ডটি (PAN) নিষ্ক্রিয় হয়ে যাবে। সময়সীমার পরে প্যান-আধার সংযোগ করতে লাগবে ১ হাজার টাকা। সমস্যা এখানেই শেষ হবে না, আধার-প্যান সংযোগ না থাকলে ৩১ মার্চের পরে মিউচুয়াল ফান্ড, স্টকে বিনিয়োগ করা যাবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না।

PAN-Aadhaar Link

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি: আগামী ৩১ মার্চ প্যান কার্ড ও আধার নম্বর সংযুক্তিকরণের (PAN-Aadhaar Link) শেষ দিন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান-আধার (Aadhaar) সংযোগ করতে ব্যর্থ হলে প্যান কার্ডটি (PAN) নিষ্ক্রিয় হয়ে যাবে। সময়সীমার পরে প্যান-আধার সংযোগ করতে লাগবে ১ হাজার টাকা। সমস্যা এখানেই শেষ হবে না, আধার-প্যান সংযোগ না থাকলে ৩১ মার্চের পরে মিউচুয়াল ফান্ড, স্টকে বিনিয়োগ করা যাবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না।

নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্য়ান কার্ড কোনও কাজে ব্যবহার করলে আয়কর আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানাও হতে পারে। তাই এসব ঝামেলা থেকে মুক্তি পেতে অবিলম্বে প্যান কার্ডের সঙ্গে আধারের সংযোগ করতে হবে। আরও পড়ুন: Asteroid Alert: উচ্চতায় মার্কিন যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ২.৫ গুণ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে মস্ত গ্রহাণু

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের সময়সীমা কয়েকবার বাড়িয়েছে সরকার। এবার সময়সীমা ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে অবশ্যই আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে।