PAN Aadhaar Link Status: কীভাবে অনলাইনে জানতে পারবেন আপনের প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না
প্যান-আধার যোগের শেষদিনের সময়সীমা ক্রমশ এগিয়ে আসছে। সবার কাছেই খুবই গুরুত্বপূর্ণ প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না তা দেখে নেওয়া।
প্যান-আধার যোগের শেষদিনের সময়সীমা ক্রমশ এগিয়ে আসছে। সবার কাছেই খুবই গুরুত্বপূর্ণ প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না তা দেখে নেওয়া। ৩১ মার্চ পর্যন্ত প্যান-আধার যোগ করালে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। এরপর প্যান পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাবে। আয়কর দফতর থেকে বিভিন্নভাবে বারবার বলা হচ্ছে, প্যান ও অধারের লিঙ্ক করার শেষদিন এগিয়ে আসছে।
আয়কর আইন ১৯৬১ অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে সব প্যান কার্ড হোল্ডারদের প্যানের সঙ্গে আধার যোগ করানো বাধ্যতামূলক। আরও পড়ুন-চাকরি গেল ৮ হাজারের, ফের ছাঁটাইয়ের চোখ রাঙানি সেলসফোর্সে
এবার দেখে নিন কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন
১) আয়কর দফতর বা ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালের ওয়েবসাইটে যান: www/https://www.incometax.gov.in/iec/foportal
২) তারপর সেখানে গিয়ে বাঁ দিকে পেজে 'Quick Links'-এ গিয়ে, সেখানে 'Link Aadhaar status'সিলেক্ট করুন।
৩) সেখানে আপনার ১০ সংখ্যার প্যান নম্বর ও ১২ ডিজিটের আধার নম্বর লিখুন
৪) যদি সেখানে আপনার প্যান নম্বর দেখায়, তার মানে আপনার প্যান ও আধার কার্ড ইতিমধ্যেই যোগ বা লিঙ্ক করা আছে।
কিন্তু যদি সেটা বা দেখায় তাহলে প্যান-আধার লিঙ্কের জন্য যা যা করা দরকার সেগুলি করুন।
কীভাবে প্যান-আধার যোগের জরিমানা জমা করবেন?
যদি আপনার প্যান ও আধার লিঙ্ক করা না থাকে, তাহলে সেটা ৩১ মার্চের মধ্যে করতে হবে। তবে এখন জরিমানা হিসেবে ১ হাজার টাকা দিতে হবে।
কীভাবে দেবেন এই জরিমানার টাকা দেখুন--
১) ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালের হোম পেজে যান, তারপর কুইক লিঙ্কে গিয়ে 'Link Aadhaar'-এ ক্লিক করুন।
২) আপনার প্যান ও মোবাইল নম্বর দিন। দেখবেন মোবাইলে একটি ওটিপি আসবে।
৩) ওটিপি যাচাই বা ভ্যারিফিকেশনের পর ইনকাম ট্যাক্স টাইল সিলেক্ট করে AY-হিসেবে ২০২৩-২৪ অথর্বর্ষ করুন। তারপর টাইপ অফ পেমেন্টে লিখুন 'Other Receipts (500)' এবং এরপর ক্লিক করুন লেট ফি পেমেন্টে।
জরিমানা বা লেট ফি দেওয়ার পর কীভাবে আধার-প্যান লিঙ্ক করাবেন--
জরিমানা দেওয়ার পর প্যান ও আধার যোগ করতে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে লগ ইন করুন। তারপর কুইক লিঙ্কে গিয়ে 'Link Aadhaar to PAN'-এ ক্লিক করুন। সেখানে গিয়ে প্রোফাইল সেকশনে দেখুন লিঙ্ক আধার লেখা। 'Link Aadhaar'-এ ক্লিক করুন।