Pakistani Caller: SBI-এর চেয়ারম্যানকে খুনের হুমকি, পাকিস্তানি 'কলারের' খোঁজে বাংলায় মুম্বই পুলিশ: রিপোর্ট

মহম্মদ জিয়াউল আলম নামে ওই ব্যক্তি দাবি করে, এক সপ্তাহের মধ্যে এসবিআইয়ের চেযারম্যান যদি তার সঙ্গে দেখা না করেন, তাহলে ফল ভুগতে হবে। শুধু তাই নয়, মহারাষ্ট্রের বিধানসভাও উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

SBI (Photo Credits: PTI)

মুম্বই, ১৫ অক্টোবর: এসবিআই (SBI) চেয়ারম্যানকে খুনের হুমকি দিল পাকিস্তানি  কলার (Pakistani Caller)। এসবিআই চেয়ারম্যান ডি কে ধারাকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় ওই পাকিস্তানি কলারের তরফে। এসবিআই চেয়ারম্যানকে হত্যার পাশাপাশি নরিম্যান পয়েন্টে ব্যাঙ্কের হেড কোয়ার্টারও উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।বৃহস্পতিবার পাকিস্তানের নম্বর থেকে একটি ফোন আসে। এসবিআইয়ের সদর দফতরে ফোন করে হুমকি দেওয়া হয়, ডি কে ধারাকে অপহরণের হুমকি দেওয়া হয়। যদি তাঁকে ১০ লক্ষের লোন না দেওয়া হয়, তাহলে এসবিআইয়ের চেয়ারম্যানকে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় পাকিস্তানি কলার।

মহম্মদ জিয়াউল আলম নামে ওই ব্যক্তি দাবি করে, এক সপ্তাহের মধ্যে এসবিআইয়ের চেযারম্যান যদি তার সঙ্গে দেখা না করেন, তাহলে ফল ভুগতে হবে। শুধু তাই নয়, মহারাষ্ট্রের বিধানসভাও উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

ওই ঘটনার পরপরই মেরিন ড্রাইভ থানায় এসবিআইয়ের তরফে অভিযোগ দায়ের করা হয়। রিপোর্টে প্রকাশ, পশ্চিমবঙ্গের কোনও জায়গা থেকে জিয়াউল আলম নামে ওই ব্যক্তি ফোন করে হুমকি দেয়। কোন জায়গা থেকে ফোন করা হয়, সে বিষয়ে মুম্বই খোঁজ শুরু করেছে।