Jammu & Kashmir: গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভারত-পাক সীমান্ত, খতম ১ জঙ্গি
করোনা (Coronavirus) আতঙ্কে ত্রস্ত দুনিয়া। এরমধ্যেই গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভারত-পাকিস্তান সীমান্ত। পুঞ্চের (Poonch district) শাহপুর এবং কৃনি সেক্টরে ছোট আর্মস দিয়ে লাগাতার গুলি এবং মর্টার শেলিং করছে পাক বাহিনী। পাক হামলার কড়া জবাব দিচ্ছে ভারতও। এএনআই সূত্রে খবর, অবন্তিপুরায় (Awantipora ) লুকিয়ে ছিল এক জঙ্গি। পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ওই জঙ্গিও।
শ্রীনগর, ১৮ মার্চ: করোনা (Coronavirus) আতঙ্কে ত্রস্ত দুনিয়া। এরমধ্যেই গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভারত-পাকিস্তান সীমান্ত। পুঞ্চের (Poonch district) শাহপুর এবং কৃনি সেক্টরে ছোট আর্মস দিয়ে লাগাতার গুলি এবং মর্টার শেলিং করছে পাক বাহিনী। পাক হামলার কড়া জবাব দিচ্ছে ভারতও। এএনআই সূত্রে খবর, অবন্তিপুরায় (Awantipora ) লুকিয়ে ছিল এক জঙ্গি। পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ওই জঙ্গিও। আরও পড়ুন: Coronavirus In Kolkata: করোনাভাইরাসে আক্রান্ত ছেলে, রাইটার্সে বন্ধ করা হল আমলার অফিস
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আইডি বিস্ফোরক। গোটা এলাকাটি ঘিরে ফেলে চলছে চিরুনি তল্লাশি। অন্যদিকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত করোনাভাইরাসের জেরে পিছিয়ে গেল সমস্ত সার্ভিস সিলেকশন বোর্ডের পরীক্ষা (SSB)।
মারণ ভাইরাস কোভিড-১৯ কে রুখতে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ হল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি হয়েছে। শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট শাহিদ চৌধুরি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, সুরক্ষার কারণেই জম্মু ও কাশ্মীরে বিদেশি পর্যটকদের (foreign tourists) প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উপত্যকার পর্যটন দপ্তরের তরফে এই নির্দেশিকা বলবতের উপরে জোর দেওয়া হয়েছে। কাশ্মীরে এখনও পর্যন্ত তিনজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ মিলেছে। আগেই প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৭৬ জন ইতিমধ্যেই তাঁদের কোয়ারেন্টাইন সম্পূর্ণ করেছেন। এবং দুজন শরীরে করোনার জীবাণু মিলেছে।