Manipur Violence: বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে INDIA!

মণিপুর ইস্যু নিয়ে সংসদে সরকারের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিলে দেশের বিরোধী দলগুলির জোট-INDIA।

মণিপুর ইস্যু নিয়ে সংসদে সরকারের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিলে দেশের বিরোধী দলগুলির জোট-INDIA। মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাল, বুধবার অনাস্থা প্রস্তাব আনছে INDIA জোট। ২০০৩ সালের পর এবার ফের সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনতে চলছে বিরোধীরা। সংদের ইতিহাসে গত ২০ বছরে এই প্রথম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধী জোট। সূত্রের খবর এমনই। এদিকে, সরকারের দাবি হল, বিরোধীরা মণিপুর নিয়ে আলোচনায় বসুক। কিন্তু বিরোধী দলের নেতা-সাংসদদের সাফ বক্তব্য, সবার আগে এই বিষয় নিয়ে লোকসভায় মুখ খুলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মণিপুরে দীর্ঘদিন ধরে হিংসা, বহু মানুষ, খুন, ঘরছাড়া হলেও দীর্ঘদিন চুপ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে বারবার সরব হয়েছিল বিরোধী দলগুলি। মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিয়ো নিয়ে গোটা দেশে নিন্দার ঝড় বয়ে যাওয়ার পর সাংবাদিকের সামনে মুখ খোলেন প্রধানমন্ত্রী। চাপে থাকা সরকারকে মণিপুর নিয়ে চাপ বাড়াতে তাই ঝাঁপাচ্ছে বিরোধীরা। ২০১২ সালে হওয়া দিল্লিতে নির্ভয়া ধর্ষণ কাণ্ডের সময় ঠিক একই রকমভাবে চাপে রাখার কৌশল নিয়েছিল বিজেপি।

দেখুন টুইট

প্রসঙ্গত, ২০০৩ সালে যখন এনডিএ জোটের অটল বিহারি বাজপায়ী প্রধানমন্ত্রীর আসনে, সেই সময় একবার অনাস্থা প্রস্তাব গ্রহণ করে বিরোধীরা। পাশাপাশি মণিপুর প্রসঙ্গ উত্থাপন করে রাজ্যসভায় কীভাবে বিজেপিকে কোণঠাসা করা যায়, সে বিষয়ে পরিকল্পনা শুরু করেছেন বিরোধী নেতারা। মণিপুর নিয়ে কীভাবে সংসদে গোটা অধিবেশনে বিতর্ক চালানো যায়, সে বিষয়ে জোর পরিকল্পনা শুরু করেছেন বিরোধী দলের নেতারা।